রাজনীতি
হত্যাকাণ্ড আড়াল করতে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার: গণতন্ত্র মঞ্চ
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১১ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষ-সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। এই প্রসঙ্গে মঞ্চ বলছে, তারা ন্যায় বিচার চায় এবং হত্যাকাণ্ডের বিচার চায়। পাশাপাশি সমস্ত গ্রেপ্তারকৃতদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতেও দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার রাজধানী আল-রাজি কমপ্লেক্সের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে 'কোটা সংস্কার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবিতে' প্রতিবাদ সমাবেশে মঞ্চের নেতারা এসব কথা বলেন।
বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে সেখানে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। রাখা হয় প্রিজন ভ্যান। সেখানে গণতন্ত্র মঞ্চের ব্যানারও কেড়ে নেয়া হয় বলে অভিযোগ করেছে মঞ্চ। পরে আল-রাজি কমপ্লেক্সের সামনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
শিক্ষার্থীদের আন্দোলনে হত্যার ঘটনা প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই হত্যার দায় সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। পাকিস্তানের আমলে ব্লক রেইড করে যেভাবে ঘরে-ঘরে থেকে মুক্তিযোদ্ধাদের তুলে নেয়া হয়েছে এখন ২০২৪ সালে স্বাধীন বাংলাদেশে ছাত্র, যুবক ও তরুণদেরকে ব্লক রেইড করে পাকিস্তানের আমলের মতো তাদেরকে তুলে নেয়া হচ্ছে! এই ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের মানুষ, ছাত্র ও তরুণরা সরকারকে গুড বাই জানিয়ে দিয়েছে। এখন সরকার টিকে আছে কেবল মাত্র প্রশাসনের উপর নির্ভর করে। সরকারের ভাগ্য চিকুন সুতার উপরে ঝুলছে।
সাইফুল হক বলেন, সরকার এই হত্যাকাণ্ডকে আড়াল করতে দেশ ও জনগণের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। এটাকে আড়াল করতে গিয়ে তারা বলির পাঠা হিসেবে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ইতিমধ্যে সন্ত্রাস দমনের আইনে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করবার সিদ্ধান্ত তারা নিয়েছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, শত শত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। এই হত্যাকাণ্ডের বিচার চাই। এত লাশের মিছিল, সরকার এত লাশ তৈরি করেছে, তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজকে আমরা দেখছি, তারা নানা রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। আমরা ন্যায় বিচার চাই, হত্যাকাণ্ডের বিচার চাই। সমস্ত গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে।
তিনি বলেন, সহিংসতা হয়েছে, অনেকগুলো স্থাপনা ভেঙেছে- কারা করেছে? স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত চাই। কিন্তু তার আগেই এসমস্ত কারা করেছে, তার দায় চাপিয়ে দিচ্ছেন! সমস্ত দোষ তারা (সরকার) আন্দোলনকারী ও বিরোধী দলের উপর দিয়েছেন। সরকার একদিকে বলে, এই কাজ জামায়াত-শিবির করেছে। তাদেরকে নিষিদ্ধ করতে হবে! অন্যদিকে তারা হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে। তাদের (শিক্ষার্থী) ৮৭ থেকে ৯০ ভাগ রাজনৈতিক পরিচয় নেই।
জোনায়েদ সাকি বলেন, সমাবেশ পণ্ড করা, সমাবেশের উপর হামলা, মাইক কেড়ে নেয়া, সারাদেশে নির্বিচারে যে হামলা চলছে এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।