ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

'মার্চ ফর জাস্টিস'

সিলেট, খুলনা, বরিশালে সংঘর্ষ, লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ, ঢাকায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ১:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন

mzamin

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাইকোর্ট ও সিএমএম কোর্টে বিক্ষোভ চলছে। এছাড়া সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কর্মসূচিতে অংশ নেয়া ৪ জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দলকে ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী অবস্থান নেন। পরে আরও ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী যোগ দেন। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা একটি মিছিল নিয়ে যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা বসে পড়েন।

ঢাবির সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদের আটকে দিয়েছে, পরে আমরা বসে পড়েছি।

অন্যদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকার নিম্ন আদালতে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। এসময় আইনজীবীরা আদালত প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আদালত চত্বর ঘুরে সিএমএম কোর্টের প্রধান ফটকে এলে বিজিবি ও পুলিশের বাধার মুখে পড়ে। তখন আইনজীবীরা পুলিশকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেন।

এর আগে দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে তাদের কর্মসূচি শুরু হয়। এ বিক্ষোভ মিছিলে শত শত আইনজীবী অংশ নেন।

উল্লেখ্য, সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।

 

পাঠকের মতামত

নতুন সূর্যোদয়ের আভাস পাচ্ছি।100%

Fastboy
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৫:৩১ অপরাহ্ন

'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে / রক্ত লাল রক্ত লাল রক্ত লাল / জোয়ার এসেছে জন সমুদ্রে / রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।' '৭১ সালে মুক্তিযুদ্ধের একটি বিখ্যাত গানের প্রথম চারটি লাইন। সেদিন আমাদের কাছে এই গানটি অত্যন্ত জনপ্রিয় ছিল। আজ আবার তেমন অবস্থার আভাস মিলছে। ছাত্রদের একটি নির্দোষ আন্দোলন সরকার সহিংস পথে দমন করতে গিয়ে ভীষণ বিপাকে পড়লো, তার প্রমাণ পাওয়া যায় ঢাকা সহ সারা দেশে তারুণ্যের মরণপণ লড়াই। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী। আইনজীবী, বিভিন্ন পেশাজীবীরা। এখন অভিভাবকদেরও নিজ নিজ সন্তানের সাথে রাস্তায় নেমে আসতে হবে। ছাত্রদের হিসেবে ২৬৬ জনকে হত্যা করা হয়েছে। এসব হত্যার বিচার এখন শিক্ষার্থীদের অগ্রাধিকার দাবি। যে নয় দফা দাবি শিক্ষার্থীরা পেশ করেছে তা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যেতে হবে। পূর্ব দিগন্তে লাল সূর্য দেখা যাচ্ছে।

আবুল কাসেম
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৫:২৩ অপরাহ্ন

পূর্ব দিগন্তে সূর্য ওঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল!

Anjuman Ara Anju
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৩:৩৭ অপরাহ্ন

নতুন সূর্যোদয়ের আভাস পাচ্ছি।

মোবারক হোসেন
৩১ জুলাই ২০২৪, বুধবার, ২:২২ অপরাহ্ন

Congratulations Everyone.

Md Rejaul Karim
৩১ জুলাই ২০২৪, বুধবার, ২:১৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status