অনলাইন
জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক আইডি লাল করলেন
মানবজমিন ডিজিটাল
(৬ মাস আগে) ৩১ জুলাই ২০২৪, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৫ অপরাহ্ন

গতকাল মঙ্গলবার থেকে লাল রক্তে ছেয়ে গেছে ফেসবুক। কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যাচ্ছে। তেমনি, কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ছে লাল রঙ। শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে দেশ-বিদেশের লাখ লাখ বাংলাদেশি নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙ সেঁটে দিয়েছেন। সাধারণ নাগরিক থেকে শুরু করে নামিদামি অনেক ব্যক্তি, এমনকি বিদেশিরাও এমনটা করছেন।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া নিজের ফেসবুক প্রোফাইল পিকচার-ই নয়, নিজের ফেসবুক কাভার ফটোও লাল রঙে পরিবর্তন করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি প্রোফাইল আর কাভার ফটো পরিবর্তন করার পর সেগুলোতে অসংখ্য 'লাইক' করেন নেটিজেনরা। সবাই তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক মন্তব্যও করতে থাকেন।

উল্লেখ্য, জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জন্ম ১৯৫৭ সালের ২ জুন কুমিল্লায়। কুমিল্লা জিলা স্কুল এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজে তার পড়ালেখা। ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান ইকবাল করিম ভূঁইয়া। নবম পদাতিক ডিভিশনের অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কুয়েত সরকার তাকে লিবারেশন অব কুয়েত মেডেল প্রদান করে।
২০১০ সালের মে মাসে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। ২০১২ সালে সাবেক সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীনের কাছ থেকে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ইকবাল করিম ভূঁইয়া। প্রায় চার দশকের পেশাগত জীবনে সেনাবাহিনীকে কর্মোদ্দীপ্ত করেছেন ইকবাল করিম ভূঁইয়া। ২০১৫ সালের ২৫ জুন সেনাপ্রধান হিসেবে অবসরে যান তিনি।
পাঠকের মতামত
I think IKB is one of haaaChina’s big backer(supporter). He should be put under justice when situation call down.
Sabdhan
খুব সাবধানে চলতে হবে। হওয়া ও পালা বদলের দিন শুরু হয়ে গেছে। মধু খেতে এই সময় মৌমাছির সাথে নর্দমার মাছিও চলে আসবে।
ধন্যবাদ জানাই
ধন্যবাদ
ছোট করে দেখার সুযোগ নেই। উনার বর্তমান অবস্থান নিশ্চয়ই অনেকের উপর প্রভাব ফেলতে পারে। ধন্যবাদ আপনাকে।
২০১৩ সালে খুনি কর্তৃক গণহত্যার বিরুদ্ধে তিনি নিশ্চুপ ছিলেন। ২০১৪ সালে ভোট ডাকাতিতে তিনি নিশ্চুপ ছিলেন। ডাল-তলোয়ার বিহীন এখন তিনি সরব! মইন আহম্মদ ও তার পরবর্তী সকল কর্মকর্তাদের জাতি স্মরণে রাখবে।
২০১৩/১৪ সালে জাতির সাথে তামাশাকারী এখন রক্তে লাল না হইয়া নীল হইলেই বা কি? যখন কিছু করার ছিল তখন কিছু করে নাই, এখন আসছে লাল হইতে, জাতির সাথে মশকরা বন্ধ করুন। তখন ভুল করেছেন এখন সেটা শুধরান, এফবি লাল করে নয় সরাসরি রাজপথে নামেন, জাতি ক্ষমা করলে করতেও পারে।
ভারতের ১৮ পাতার চুক্তি স্বাক্ষর করিয়া ,২০১৪ সালের নির্বাচন সাফল্যের সাথে করিয়া , কুইক রেন্টালের মালিক হইয়া, মহান জেনারেল সাহেব ফেসবুকে যুদ্ধে নামিলেন। সত্যিই এমন জেনারেল দুনিয়াতে বিরল। জয় বাংলা। I will appreciate if you can clarify those above Mr. General
CONGRATULATIONS
বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, একজন মহান ও আদর্শ সেনাপ্রধান। তিনি প্রতিটা সেনাসদস্যের অন্তরের কষ্টেরও খোঁজ খবর রাখতেন। তিনিই সেনাবাহিনীর বৈষম্য দূর করেছেন। আমি বিশ্বাস করি, এরকম সেনাবাহিনীতে কিয়ামতের আগে দ্বিতীয়জন আসবে না
ভারতের ১৮ পাতার চুক্তি স্বাক্ষর করিয়া ,২০১৪ সালের নির্বাচন সাফল্যের সাথে করিয়া , কুইক রেন্টালের মালিক হইয়া, মহান জেনারেল সাহেব ফেসবুকে যুদ্ধে নামিলেন। সত্যিই এমন জেনারেল দুনিয়াতে বিরল। জয় বাংলা।
বাংলাদেশ সেনাবাহিনীর গর্বের ধন সাবেক এই সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া IKB। তিনি সেনাবাহিনীর অফিসারদের সমর বিদ্যা বিষয়ক পাঠ্য বইয়ের লেখক যা সাধারণ লেখকদের আওতার বাইরে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদার মূর্ত প্রতীক জীবন্ত কিংবদন্তী। তাঁহার মতো জেনারেল বাংলাদেশে আর আসে নাই আর আসবে না।
CONGRATULATIONS SIR
আমলীগ আবার না উনাকেও রাজাকার বানিয়ে দেয়।
Salute! our real general
Thanks a lot for support our beloved students.
অন্তরঅ্যাত্মা কেপে উঠার সময় সমর্থন ।রক্তিম সালাম আপনাকে ।
Congratulations Sir.
Congratulations.
Back to sense .
এটাই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয় !!!
গত অনেক গুলো বছরে উনিই একমাত্র সেনাপ্রধান যাকে আমি পছন্দ করতাম, যিনি কিনা যোগ্যতার ভিত্তিতে এই পদে ছিলেন।।তাই আরো বেশি ভালো লাগছে।
Congratulations.
Congratulations.