খেলা
চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন তামিম তবে কীভাবে?
ইশতিয়াক পারভেজ
৩০ জুলাই ২০২৪, মঙ্গলবারগেল এক বছর ধরে আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলছেন না তামিম ইকবাল। গত বছরই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোচের সঙ্গে কোন্দলের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। যদিও দেশের প্রধানমন্ত্রীর অনুরোধে সেই অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তামিম। তবে ইনজুরির কারণে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ে। ওয়ানডের নেতৃত্ব ছাড়ারও ঘোষণা দেন তিনি। অবশেষে গেল বছর ২২শে সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওয়ানডেতে মাঠে ফেরেন তিনি। একটি মাত্র ম্যাচ খেলেন, এরপর বিশ্বকাপ দল থেকেও বাদ দেয়া হয় তাকে। ব্যাস, এরপর তার মাঠে ফেরা নিয়ে আবারো শুরু হয় নাটক। এবার তাকে দল থেকে বাদ দেয়ার অভিযোগ সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিপক্ষেও। গুঞ্জন ছড়িয়ে পড়ে হাথুরুসিংহে ও সাকিব যে পর্যন্ত জাতীয় দলে থাকবেন সেই পর্যন্ত তামিম ফিরবেন না, বা তাকে দলে ফিরতে দেয়া হবে না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমকে আবারো দলে ফেরাতে মরিয়া। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও চান তামিম ফিরে আসুক মাঠে, খেলুক চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে প্রশ্ন হচ্ছে তার ফেরার প্রক্রিয়াটা কী হবে! রোববার রাতে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের বিষয়টা এখনো পর্যন্ত কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। বিপিএল শেষে একটা মেসেজ পাঠালো আমি (তামিম) দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করবো। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।’
২০২৫ এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আসর। গুঞ্জন রয়েছে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট দিয়ে আবারো জাতীয় দলে ফিরবেন তামিম। জানা গেছে সেই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে তামিমের মাঠে ফেরা প্রক্রিয়া নিয়ে কোন উত্তর পাওয়া যায়নি বিসিবির করো কাছ থেকেই। চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম কি সরাসরি খেলবেন! নাকি তার আগে তিনি অন্যকোনো আন্তর্জাতিক ম্যাচে খেলে নিজেকে ফিট প্রমাণ করবে? তার মাঠে ফেরার বিষয়টি শুধু বিসিবির হাতে এমন নয়। তার ফিট থাকা ও ফর্মের ওপরও নির্ভর করে। সবশেষ ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন তিনি। খেলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে বিপিএলে। অন্যদিকে ২০০৩/২০২৪ ঢাকা প্রিমিয়ার লীগে খেলেছেন ১৬ ম্যাচ। সেখানে ব্যাট হাতে কোনো সেঞ্চুরি হাঁকাতে পারেননি। তবে দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬ ফিফটিতে ৩৩.৩৮ গড়ে করেন ৫৩৯ রান। সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় জয়গা করে নেন ৬ষ্ঠ স্থানে। ডিপিএল ও বিপিএল দুটিতে তামিম নিজেকে ফিট প্রমাণ করেছেন। তবে দুটি ছিল ঘরোয় ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তার ম্যাচ ফিটনেস কতটা তা এখন দেখার বিষয়। চ্যাম্পিয়নস ট্রফির আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ রয়েছে বাংলাদেশের। সেখানে কোনোটি তামিম খেলবেন কিনা তা জানা যায়নি। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এখন বিষয়টা শুধু তামিমের হাতে। আমাদের পক্ষ থেকে সব চেষ্টা করা হয়েছে। বিসিবি সভাপতিও বলেছেন আমিও জানিয়েছি তার সঙ্গে যোগাযোগ ও কথা হওয়ার বিষয়টি। এখন সে নিজে সিদ্ধান্ত নিবে। এই বিষয়ে আমাদের আর নতুন করে কিছু বলার নেই, প্রশ্নটা এখন তামিমকেই করা উচিত।’
অন্যদিকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম আবার দলে ফিরুক এমনটা চাওয়া হলেও যতখন পর্যন্ত তার সঙ্গে আলোচনা না হচ্ছে সেই পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বলার অপেক্ষা রাখে না তার ফেরা নিয়ে এখনো নাটকীয়তার অনেকটাই বাকি। তবে বিসিবি সভাপতি ইঙ্গিতও দিয়েছেন যে তামিম, সাকিবদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের আসলে সময়টা ফুরিয়ে এসেছে। তাদের বেশির ভাগেরই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার সুযোগ আছে। পাপন বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত ওর (তামিম) সঙ্গে আমার আলোচনাটা না হয় কিছু বলতে পারছি না। আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশি দিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।’