ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বগুড়ায় প্রাইভেটে যাওয়ার পথে তিন খুদে শিক্ষার্থীকে আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
৩০ জুলাই ২০২৪, মঙ্গলবার

দুজন কিশোরী। কাঁধে বইখাতা বহনের ব্যাগ। প্রাইভেটে যাচ্ছিলো। শহরে কেন্দ্রবিন্দু সাতমাথা অক্রিম করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলে। কিছুক্ষণ হেনস্থাও করে দুই ছাত্রীকে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে নিয়ে যায়। আরো একজন কিশোরকে এভাবেই পুলিশ সাতমাথা থেকে থানায় তুলে নিয়ে যায়। ঘটনা সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বগুড়ার সাতমাথা এলাকায়। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।  জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে। ওদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশজুড়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সাতমাথায় অবস্থান নিতে আসা তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। বিকেল তিনটার দিকে বগুড়া শহরের কেন্দ্রবিন্দু সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশের কথা ছিল। ঠিক ওই সময় সন্দেহভাজন হিসেবে তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর মধ্যে দুই জন ছাত্রী ও ১ জন ছাত্র। তাদের শহরের সাতমাথা থেকে আটক করা হয়। এ ছাড়া মহিলা কলেজ রোড, বনানীসহ বিভিন্ন পয়েন্টে র‌্যাব, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের তল্লাশি করছেন। 
আটকদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। রুকু আক্তার নামে এই ছাত্রী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেন। এ ছাড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় খণ্ড দল নিয়ে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে জলেশ্বরীতলার কালী মন্দির এলাকার শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপর চারটার দিকে  আইনশৃঙ্খলা বাহিনী এসে কথা বলে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এর আগে ১৬ই জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে কয়েক জন সাংবাদিক এবং শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে ১৯ জুলাই বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় সিয়াম শুভ (১৬) নামে এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী এসব ঘটনায় ইতিমধ্যে বগুড়ায় ১৫ টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ১৪৫ জনকে গ্রেপ্তার করে আদালতের পাঠানো হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার প?রিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শে?ষে ছে?ড়ে দেয়া হ?বে। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status