ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রকমারি

সমুদ্রতলে মিললো ১৭৫ বছরের পুরনো শ্যাম্পেনের ভান্ডার

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ২৯ জুলাই ২০২৪, সোমবার, ৬:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৩ অপরাহ্ন

mzamin

পোলিশ ডুবুরিদের একটি দল ডাইভিং করতে করতে সমুদ্রতলে হদিশ পেলেন গুপ্তধনের! একটি, দু'টি নয় ১৭৫ বছরের পুরনো শতাধিক শ্যাম্পেনের বোতল খুঁজে পেলেন তারা। গত ১১ জুলাই বাল্টিক সাগরে অবস্থিত ওল্যান্ড দ্বীপের দক্ষিণ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ডুব দিয়েছিলেন ২ ডুবুরি। প্রায় ২ ঘণ্টা ধরে সেখানে অনুসন্ধান চালাচ্ছিলেন তারা। সেখানেই তাদের নজরে পড়ে একটি ডুবন্ত জাহাজ। একটি ডাইভিং গ্রুপের সদস্য ছিলেন এই দু’জন। বিষয়টি নজরে পড়ার পর নিজেদের গ্রুপকে বিষয়টি জানায় তারা। এরপর সেখানে হাজির হয় ৪০ জন ডুবুরির একটি দল। ওই দলের প্রধান টমস স্টাচুরা বলেন, সমুদ্রের প্রায় ১৯০ ফুট গভীরে ওই জাহাজে সন্ধান চালিয়ে পাওয়া গেছে সেল্টার নামের এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল ও প্রচুর পরিমাণ শ্যাম্পেন।

গ্রুপের প্রধান টমাস জানিয়েছেন, ৪০ বছরে এই প্রথমবার ডাইভিং করতে গিয়ে এমন গুপ্তধনের সন্ধান পেয়েছেন তিনি। একশোর বেশি শ্যাম্পেনের বোতল দেখতে পান তারা। জাহাজের মধ্যে ছিল বহু পোর্সেলিনের তৈরি বাসনপত্র, সেল্টার নামের এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল।গবেষকদের অনুমান, শ্যাম্পেনের বোতলগুলি ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি হবে। বিশ্বের অন্যতম পুরনো শ্যাম্পেন বলেই ধারণা তাদের। তবে কোন কোম্পানির তা জানা যায়নি। বাল্টিক সাগরের গভীরে যে তাপমাত্রা থাকে, তাতে এই শ্যাম্পেন পান করার উপযুক্ত হতে পারে। অনুমান করা হচ্ছে, এটি  কোনও বাণিজ্যিক জাহাজ ছিল। সেই সময় এগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা হতো। মূলত রাজারা এই সব পান করতেন। এ বোতলের এত দাম ছিল যে সেগুলো একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হত। জাহাজে যা মালপত্র রয়েছে তা উদ্ধার করতে এক বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status