রাজনীতি
সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক বিএনপি’র
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৬ জুলাই ২০২৪, শুক্রবার, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন
একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের সকল শরীক দল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি "জাতীয় ঐক্য" গঠনের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে, ইনশাআল্লাহ।
আলহামদু লিল্লাহ
সরকার নির্বিচারে জেলে ঢুকাচ্ছে........এর প্রতিবাদে ছাত্র-জনতা স্বেচ্ছায় জেলে যাওয়ার ঘোষণা দিয়ে, সবাইকে নিয়ে জেলে চলে যান, এর কোন বিকল্প নাই............
আলহামদুলিল্লাহ
Good decision,go ahead,May Allah will bless you
এটা নিশ্চয়ই একটা ভালো উদ্যোগ।সকলে মিলে আলাপ আলোচনা করে একটা ভালো সিদ্ধান্ত নেয়া যাবে।আলোচনার কোন বিকল্প নাই।
ব্যাস, হয়ে গেল। সমস্ত ভালো উদ্যোগ বিএনপি একাই নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট।
Wait for another five years.
ভালো উদ্যোগ
আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ