ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

রোববারও বিক্ষিপ্ত সংঘর্ষ নিহত ৮

স্টাফ রিপোর্টার
২২ জুলাই ২০২৪, সোমবারmzamin

কারফিউ চলাকালে রাজধানীতে সতর্ক সেনাবাহিনী- ছবি: নিজস্ব

কোটা বিরোধী আন্দোলনের জেরে চলমান সংঘাত সহিংসতায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল কারফিউ জারির দ্বিতীয় দিন রাজধানীসহ কয়েক জায়গায় সংঘাতের খবর পাওয়া  গেছে। এর মধ্যে রাজধানীর শনির আখড়া এলাকায় সংঘর্ষের সময় গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় আগের দিন আহত আরও ২ জনের মৃত্যু হয়েছে গতকাল। এ ছাড়া সংঘর্ষে নরসিংদীর মাধবদীতে পুলিশের গুলিতে তিন আন্দোলনকারী নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে, সহিংসতার ঘটনায় গতকাল সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫৪ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৯ জন ভর্তি হন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ জনের মৃত্যুর তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতরা হলেন-  জাকির হোসেন (৩২), তৌফিক ইসলাম (২৫), আকাশ (১৬), ইমরান (১৬), রাকিব (২১)। তাদের সবাই রাজধানীর শনির আখড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। নিহতদের মধ্যে শনিবার আহত হয়ে হাসপাতালে এসেছিলেন দুইজন। গতকাল তারা মারা যান। এ ছাড়া মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন অনেকে। ওদিকে নরসিংদীর মাধবদীতে কারফিউ ভেঙে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করলে গুলিবর্ষণ করে পুলিশ। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিন জন মারা যান। আহত হন তিন শতাধিক মানুষ।

কারফিউ জারির দ্বিতীয় দিন গতকাল রাজধানীতে সংঘাত সহিংসতা অনেকটা কমে আসে। মিরপুরে কিছু আন্দোলনকারী সড়ক অবরোধের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। রামপুরা, মালিবাগ, বাড্ডা এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় বিকালের দিকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় বিকাল পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান ছিল। সেখানে পুলিশের গুলি ও সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া মোহাম্মদপুরের বছিলা এলাকায় গতকাল আন্দোলনকারীদের দেখা যায়নি। 

রাজধানীতে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বিকাল তিনটা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টার কারফিউ বিরতির সময় সড়কে মানুষ চলাচল বাড়ে। এ ছাড়া কারফিউ চলার সময়ও পাড়া- মহল্লায় মানুষের চলাচল দেখা যায়। 

সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। 

এদিন সরকারি চাকরিতে কোটা রাখার বিষয়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। রায়ে কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দেয়া হয়েছে। এ ছাড়া এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশনা দেয়া হয়েছে। গতকালই সংক্ষিপ্ত রায়ের সার্টিফায়েড কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এ ছাড়া কারফিউ চলমান থাকবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আদালতের রায় প্রকাশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দাবি সরকারের কাছে। দাবি আদায়ে আন্দোলন চলবে। তবে আদালত ও সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status