বাংলারজমিন
বরিশালে সড়কে ব্যারিকেড শিক্ষার্থীদের
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
(৪ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন
বরিশালে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় পিকেটিং করেছে। বরিশাল জিলা স্কুলের সামনে সড়কে ব্যারিকেড দিয়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরপর খন্ড খন্ড মিছিল বের করে। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো কলেজ ছাত্ররা সকাল থেকেই ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বেশ কয়েকটি স্থানে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দেশব্যাপী শাটডাউনের অংশ হিসাবে সকাল থেকেই তৎপর ছিল কোটা বিরোধী সাধারণ ছাত্ররা। নগরীর দুটি বাস স্টেশন নথুল্লাবাদ আর রূপাতলীতে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। হাতেম আলী কলেজে মোড়ে পিকেটিং করে ছাত্ররা। শেবাচিম হাসপাতালের সামনে ইন্টার্নি চিকিৎক ও মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী, বিএম কলেজের ছাত্ররা নথুল্লাবাদ ও কলেজের সামনে অবস্থান নেয়। সদর রোডে কমিউনিস্ট পার্টির ব্যানারে শ্রমিকরা অবরোধ করে। সবচেয়ে উল্লখযোগ্য বিষয় ছিল জিলা স্কুলের সামনের সড়ক ব্যারিকেড দেয় স্কুৃলের শিক্ষার্থীরা। এদের সাথে সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল। এদের বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী। হাতে লেখা পোষ্টার নিয়ে তারা সড়ক অবরোধ করে। একটি গাড়িতো দূরে থাক, মোটরসাইকেল রিকশা, বাইসাইকেলও চলেনি। হাতেম আলী কলেজের সামনে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।