বাংলারজমিন
নড়াইলে ছাগল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২
নড়াইল প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবারনড়াইলে ছাগলের বিচার করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। সোমবার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, নালিয়া গ্রামের মফিজুর রহমানের বাড়ির কাজের লোক রোববার দুপুরে তাদের বাড়ির পাশের বিলে ছাগল চরাতে যায়। ওই ছাগল পাট ক্ষেতে যাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে মনোমালিন্যের জের ধরে সোমবার সকালে সংঘর্ষ হয়। অপরদিকে নালিয়া গ্রামের মো. তাহাজুল জানান, নালিয়া গ্রামের মফিজুর রহমানের বাড়ির কাজের লোক রোববার দুপুরে ছাগল চরাতে গিয়ে ছাগলের সঙ্গে খারাপ কাজ করে। ঘটনাটি স্থানীয় সোহাগ খান, মনিরুল খান, জহরুল খান দেখে ফেলেন। ঘটনাটি তারা স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খোকন খানকে অবহিত করেন। ঘটনার সত্যতা যাচাই-বাছাই করতে ইউপি সদস্য খোকনসহ স্থানীয় লোকজন সোমবার মফিজুরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। কিছুদূর এগিয়ে গেলে নালিয়া গ্রামের ইবাদুল খানের ছেলে শাজাহান খান, শওকত খান, লিয়াকত খানসহ ১০-১২ জন একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা সকলেই স্থানীয় পাখি চেয়ারম্যানের লোক। অতর্কিত হামলার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়। মারাত্মক আহত অবস্থায় জামশেদ খান ও সাবিনা বেগমসহ আরও ৬ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি বলেন, তার কোনো লোক কারও ওপর হামলা করেনি। এটা মূলত তাদের গ্রাম্য দু’টি পক্ষের দ্বন্দ্ব। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি শুনেছি। নলদি ক্যাম্পের পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।