ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

যুক্তরাষ্ট্রে যেসব প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলা হয়েছে

মানবজমিন ডেস্ক
১৫ জুলাই ২০২৪, সোমবার
mzamin

যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে এ পর্যন্ত নিহত হয়েছেন চারজন প্রেসিডেন্ট। তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর হামলা ও মৃত্যু হয়েছে জন এফ কেনেডির। দিনের বেলা প্রকাশ্যে রাস্তায় গাড়িতে তার ওপর গুলি করা হয়েছে। এতে মৃত্যু ঘটেছে তার। হামলা থেকে বাদ যাননি সাবেক প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদের প্রার্থীরা। বেশ কয়েকজন এমন প্রার্থী বা প্রেসিডেন্টের ওপর হামলা হয়েছে। এই ধারায় সর্বশেষ যুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস। এতে অল্পের জন্য তিনি রক্ষা পান। 
এ পর্যন্ত প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদের যেসব প্রার্থীর ওপর হামলা হয়েছে তা নিচে তুলে ধরা হলো- 

অ্যান্ড্রু জ্যাকসন: আমেরিকার গৃহযুদ্ধের আগে  প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ড্রু জ্যাকসন। ক্যাপিটল হিলে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাকে লক্ষ্য করে পরপর দু’বার গুলি করে হামলাকারী। কিন্তু একটি গুলিও জ্যাকসনের শরীরে লাগেনি। বেঁচে যান তিনি।

থিওডোর রুজভেল্ট: সময়টা ১৯১২ সাল। ট্রাম্পের মতো আবারো প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন থিওডোর রুজভেল্ট। নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে উইসকনসিনের মিলওয়াউকিতে যাচ্ছিলেন তিনি। একজন সেলুন তত্ত্বাবধানকারী তাকে গুলি করে। তবে হামলাটি ব্যর্থ হয়।

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট: প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তখনো দায়িত্ব নেননি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ১৯৩৩ সালে মিয়ামিতে তাকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। রুজভেল্টকে হত্যা করতে ব্যর্থ হয় হামলাকারী। তবে গুলিতে নিহত হন পাশে থাকা শিকাগোর মেয়র।

হ্যারি ট্রুম্যান: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন হ্যারি ট্রুম্যান। ১৯৫০ সালে পুয়ের্তো রিকোর একজন জাতীয়তাবাদী হোয়াইট হাউসের বাইরে তার ওপর হামলা চালায়। তবে বেঁচে যান মার্কিন প্রেসিডেন্ট।

জর্জ ওয়ালেস: তখন জর্জ আলাবামা অঙ্গরাজ্যের গভর্নর। ১৯৭২ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছিলেন। ওয়াশিংটনের বাইরে তার ওপর গুলি করা হয়। এতে প্রাণে বাঁচলেও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন এই রাজনীতিক।

জেরাল্ড ফোর্ড: সময়টা ১৯৭৫ সাল। পরপর দু’বার হত্যাচেষ্টার মুখোমুখি হন প্রেসিডেন্ট  ফোর্ড।

রোনাল্ড রিগ্যান: ওয়াশিংটনের হিলটন  হোটেলের বাইরে বক্তব্য দিচ্ছিলেন  প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করা হয়। আহত হন  প্রেসিডেন্ট। রিগ্যানের চেয়েও গুরুতর আহত হয়েছিলেন তার প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডি।

বারাক ওবামা: হোয়াইট হাউসে ২০১১ সালে গুলি করে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ওবামাকে হত্যাচেষ্টায় আইডাহোর এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের মোট চারজন প্রেসিডেন্ট আততায়ীর হামলায় নিহত হয়েছেন। তারা হলেন আব্রাহাম লিংকন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ  কেনেডি।
১৯৬৩ সালের ২২শে নভেম্বর যুক্তরাষ্ট্রের  টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে রাজনৈতিক সফরে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন  কেনেডি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status