বাংলারজমিন
শাহজাদপুরে নদীভাঙন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, রবিবারবাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা গত দু’দিন ধরে অসহায় ৫শ’ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণ করলেন। গত শুক্রবার কৈজুরী ইউনিয়নের হাটপাঁচিল গ্রামে নদীভাঙন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয় এবং গতকাল দুপুরে পৌর সদরের শক্তিপুর এমপি’র বাসভবনে শক্তিপুর ও নরীনা ইউনিয়নের বন্যায় আক্রান্ত দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী (মানবিক সহায়তা) বিতরণ করা হয়। চাল, ডাল, লবণ, আলু, খাবার স্যালাইন, ময়দাসহ বিভিন্ন ধরনের খাবার বিতরণ করেন সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। তিনি বলেন, আমি সব সময় আপনাদের সহযোগিতা করে যাবো। আপনাদের যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি সাধ্যমতো সহযোগিতা করে যাবো। অসহায়দের সেবা করাই আমার কাজ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মনিরুল গণি চৌধুরী শুভ, ফারুক হাসান কাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদারসহ দলীয় নেতৃবৃন্দ।