বাংলারজমিন
আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নানি ও নাতনির মৃত্যু
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, শনিবারপঞ্চগড়ের আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের আটোয়ারী-রুহিয়া পাকা সড়কের আরডিআরএস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গোয়ালদীঘি কণপাড়া এলাকার মোছা. বেগম (৫০) ও তার নাতনি আয়েশা আক্তার (৪)। মোছা. বেগম বড়দাপ গোয়ালদীঘি কণপাড়া এলাকার মৃত দুলালের স্ত্রী। আয়েশা আক্তার একই এলাকার সবিরুল ইসলামের একমাত্র মেয়ে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে নাতনিকে নিয়ে আটোয়ারী বাজারে চিকিৎসকের কাছে যান মোছা. বেগম। চিকিৎসককে দেখিয়ে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন তারা। বাড়ির কাছে গিয়ে উপজেলার আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে দু’জনই অটোরিকশা থেকে ডান পাশে সড়কে নামেন। এ সময় পিছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে নানি-নাতনি দু’জনই সড়কের উপর ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঠাকুরগাঁও নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাসসহ চালক পালিয়ে যায়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মুসা মিয়া মাইক্রোবাসের ধাক্কায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি পালিয়ে গেছে। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আটোয়ারী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।