বিনোদন
কঙ্গনাকে ইমরান হাশমির কটাক্ষ
বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২৪, শনিবার
বলিউড কুইন কঙ্গনা রানাউয়াত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বলিউডের অ্যাওয়ার্ড শোগুলো অর্থহীন। যে পারফর্ম করেন সেই পুরস্কার পান। এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোনো কাজের নয়! এবার সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তাকে কটাক্ষ করে ইমরান হাশমি বলেন, কাজের নয় কেন? কঙ্গনা আজকাল আর পুরস্কার পান না বলে! কঙ্গনাকে কটাক্ষ করলেও অভিনেতা জানান তিনি নিজেও এই ধরনের অনুষ্ঠানে খুব একটা যান না।