ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বাড়ছে

স্টাফ রিপোর্টার

(১১ মাস আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৪ অপরাহ্ন

mzamin

তারণ্যনির্ভর কমিটি গঠনের দিকে জোর দিচ্ছে বিএনপি।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের মতামত নিয়ে এরই মধ্যে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে  রদবদলসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি ও যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছেন। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আংশিক  দুই কমিটিও ঘোষণা করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির ৪৫টি পদে কোথাও রদবদল, কোথাও আবার নতুন করে কেন্দ্রীয় কমিটিতে জায়গা দেওয়া হয়েছে নেতাদের। এদের মধ্যে বেশিরভাগই দলের ত্যাগি ও যোগ্য নেতা। 
২৮ অক্টোবরের পর বিএনপির নেতাকর্মীরা কিছুটা হতাশ হলেও দলের যোগ্য ও তরুণ নেতৃত্বকে সামনে এনে একের পর এক কমিটি গঠনে তৃণমূলে ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। মহানগর বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এরই মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা বেড়ে গেছে। প্রতিদিনই নেতাকর্মীদের ভিড়ে সরগরম থাকে কেন্দ্রীয় কার্যালয়ে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ও যুবদলের আংশিক কমিটি গঠনের পর কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিলও বের হয়।
জানা যায়, ঘোষিত কমিটিতে যাদের নেতৃত্বে আনা হয়েছে তারা আন্দোলন-সংগ্রামে সব সময়  রাজপথে সরব ছিলেন, তৃণমূলেও রয়েছে তাদের গ্রহণযোগ্যতা।  
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তাণভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট এবং মহানগর কেন্দ্রীক রাজনীতিতে ভালো ভূমিকা রেখেছেন।  ঘোষিত যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাবেক কমিটির সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নয়ন ঢাকা বিশ্বদ্যিালয়ের এক সময়ের মেধাবী ছাত্র নেতা ও বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন। নতুন আংশিক কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
যুবদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে,  এ কমিটিতে মূলত রাজপথের ত্যাগী ও সৎ নেতাদের মূল্যায়ন করা হয়েছে।   
ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেন, “বিএনপি একটি বড় সংগঠন। আমরা সবাইকে নিয়েই এগিয়ে যাব।  কাউকে ছুঁড়ে ফেলে দিবো না। দল হবে শহীদ জিয়ার আদর্শ নিয়ে। আমাদের মূল লক্ষ্য গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং জনগণের হারানো বাকস্বাধীনতা ফিরিয়ে আনা।”
যুবদলের নতুন কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না  বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমান যুবদলসহ গুরুত্বপূর্ণ কমিটি গঠনে শ্রম ও রাজপথের পরীক্ষিত সৈনিকদের মূল্যায়ন করেছেন। আমরা সবাইকে নিয়েই এগিয়ে চলব।”
তিনি বলেন, “যে আত্মবিশ্বাস নিয়ে আমাদের মূল্যায়ন করেছেন আমরা যেন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে জীবনবাজী রেখে কাজ করে যাব। 
যুবদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যুবদলকে অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। সারদেশের নেতাকর্মীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্বকে তুলে এনে ডামি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারণ্যের অহংকার তারেক রহমান যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যুবদল সে আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status