বাংলারজমিন
মাদারীপুরে ২ শিশুকে হত্যার অভিযোগে মা আটক
মাদারীপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, শুক্রবারমাদারীপুরে দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মা তাহমিনা তাবাসসুম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জান্নাতুল (৩) ও মেহেরাজ (২)। তাদের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাবাসসুম শরীয়তপুর জেলার পালং থানার পশ্চিম সারেং গ্রামের সৌদি প্রবাসী হালিম খানের স্ত্রী। তিনি মাদারীপুর শহরের সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে থাকতেন। গত বুধবার বিকালে বাসার নিচতলার ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় স্থানীয়রা ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দুই শিশুর লাশ উদ্ধার করে। এ সময় ওই ঘরেই অবস্থান করা তাবাসসুমকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর পর পুলিশের একাধিক টিম, সিআইডি ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতদের নানা তারা মিয়া বলেন, ‘আমার মেয়ের বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যা দেখা দিয়েছিল। এজন্য তাকে চিকিৎসক দেখানো হয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়ে এমন ছিল না। তাকে মানসিক নির্যাতন করে অসুস্থ করে ফেলা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্ত ছাড়া এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না বলেও জানান তিনি।