ঢাকা, ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রমজান ১৪৪৬ হিঃ

রাজনীতি

রাসেলকে কোন আয়না ঘরে বন্দি রাখা হয়েছে, প্রশ্ন রিজভীর

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৩ অপরাহ্ন

mzamin

ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে কোন আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছে বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিকদলের কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে 'নিখোঁজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আজকে আতিকুর রহমান রাসেল নেই, আমরা সবাই জানি, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে। খবরের কাগজেও এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু এখনো তাকে হাজির করছে না, না আদালতে, না তার পরিবারের কাছে। মা হারা একটি ছেলে কোথায় খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছ- কোন জায়গায় শুয়ে আছে, কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে- আমরা জানি না।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না। আবার আদালত থেকে এটা হলো কেনো? আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে। অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে আসে, এটাই তো আমরা দেখছি। সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, এটা কি অন্যায়? এটা কি অন্যায্য?

রিজভী বলেন, রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম। এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকারের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি, এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে- চারিদিকে পাহাড়ের গুহা। সেই পাহাড়ের গুহা থেকে দস্যুদল এসে কোমলমতি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে, তরুণদেরকে ধরে নিয়ে যাবে এবং নিরুদ্দেশ করে দিবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি, যেখানে প্রতিবাদের ভাষা হয়, যারা প্রতিবাদ করে তাদেরকে নিরুদ্দেশ করে দেয়া, অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকে। আমরা এমন একটি দেশে বাস করছি যে, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন, মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নন, একটি মাফিয়া সিন্ডিকেটের গডমাদার হিসেবে তিনি বাংলাদেশের দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজীরকাণ্ড, আপনি কি আজিজকাণ্ড, আপনি কি মতিউরকাণ্ড- এগুলোকে ঢাকার জন্য এসব করছেন? আমরা পৌরানিক কাহিনি শুনেছি, আমরা যে গল্প কথা শুনেছি- সেগুলো কেউ হার মানাচ্ছে। বেনজীরের টাকা কতো? বেনজীর কতো জমি দখল করেছে? আমরা গণমাধ্যমে যা শুনতে পাচ্ছি, তার চাইতেও তো এদের সম্পদ বেশি হতে পারে যদি পিএসসির একজন ড্রাইভার চতুর্থ শ্রেণির চাকরিজীবী তার ৬০ থেকে ৭০ কোটি টাকার মতো সম্পদ পাওয়া যায় তাহলে তাদের আরও কত বেশি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status