ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

শাহবাগে অবরোধ

কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
৩ জুলাই ২০২৪, বুধবারmzamin

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালের দেয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে গণপদযাত্রা করেছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কাঁটাবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে ১ ঘণ্টা সড়ক অবরোধের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সহস্র্র শিক্ষার্থী অংশ নেন। শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘১৮ এর পরিপত্র পুনর্বহাল করতে হবে’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ স্লোগান দেন। পদযাত্রা কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিকাল চারটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নেন। এ সময় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। তাদের জন্য কোটা কোনোভাবেই যৌক্তিক নয়। আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই।

বিজ্ঞাপন
অবিলম্বে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে। তিনি বলেন, আগামীকাল (আজ) দুপুর আড়াইটায় আমরা আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেবো এবং রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করবো। বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শারজিস ইসলাম বলেন, আমাদের চারটি দাবি রয়েছে। প্রথম দাবি, ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের জন্য একটি পরিপত্র জারি করেছিল সরকার। সমপ্রতি হাইকোর্ট তা বাতিল করেছেন, আমাদের সেটি পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি একটি কমিশন গঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যৌক্তিক কোটা রাখতে পারবে। তৃতীয় দাবি- যারা কোটার ভিত্তিতে নিয়োগ পাবেন, তারা শুধু জীবনে একবারই এই সুযোগ ব্যবহার করতে পারবে। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে, কোটার ভিত্তিতে নিয়োগের পর যেসব আসন শূন্য থাকবে, সেগুলোতে মেধা তালিকা থেকে নিয়ে পূরণ করতে হবে। বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীরা মিছিলসহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাসভবন অভিমুখে রওনা হন। সেখানে অবস্থান নিয়ে তারা আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা রাখার দাবি তোলেন। 
 

পাঠকের মতামত

দেশের শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না আর ভারতের হাজার হাজার মানুষ বাংলাদেশে চাকরি করছে আর লক্ষ লক্ষ ডলার নিয়ে যাচ্ছে।

AA
৩ জুলাই ২০২৪, বুধবার, ১০:৩৪ পূর্বাহ্ন

চাকরি নিয়েগের ক্ষেএে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সাধারন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি দল যখন পুরো কোটা বিষয়টি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে তখনই বলেছিলাম এটা শেখ হাসিনার এাটি টোপ। চলমান আন্দোলনে ভীত হয়ে পুরো কোটা বাতিল করা ছিলো দুরভিসন্ধি। অথবা আন্দোলন হয়েছে বাতিলের জন্য নয় কোটা আসন কমানোর জন্য যাতে মেধাবীরা অধিক হারে নিয়েগের সুযোগ পায় ---- পরবর্তিতে সরকারের প্রজ্ঞাপনের বিরুদ্ধে নিজস্ব চ্যানেলের আজ্ঞাবহ লোক দিয়ে আদালতে মামলা করে সেই প্রজ্ঞাপন বাতিল করে আবার আগের জায়গায় কোটাকে আনা হয়েছে ----

এম এস আলম
৩ জুলাই ২০২৪, বুধবার, ৮:৫৭ পূর্বাহ্ন

জেলা কোটা ২৫% অবশ্যই থাকা উচিৎ। উচ্চ পর্যায়ে সব জেলার প্রতিনিধিত্ব না থাকলে অফিসাররা নিজ জেলার উন্নয়নে অগ্রাধিকার দিবেন।অন্যান্য জেলা উন্নয়ন থেকে বঞ্চিত হবে।

রাশিদ
৩ জুলাই ২০২৪, বুধবার, ৭:৩৪ পূর্বাহ্ন

উওাল আমরাও .

Md.Shahidul Islam
৩ জুলাই ২০২৪, বুধবার, ৭:০২ পূর্বাহ্ন

So far, I haven't seen any comment in favor of reservation system. Not sure why Govt not able to realize the public mandate.

SAIFUL SARKER
৩ জুলাই ২০২৪, বুধবার, ৩:২৪ পূর্বাহ্ন

শুধুমাত্র প্রতিবন্ধীদের কোটা, সকল ধরনের কোটা প্রত্যাহার চাই।

Towfiq uddin Ahmed
৩ জুলাই ২০২৪, বুধবার, ১:১৭ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status