ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

আদালতে অভিযোগপত্র

সাবেক পুলিশ কর্মকর্তা শামসুদ্দোহার ২১ কোটি, স্ত্রীর ২৭ কোটির অবৈধ সম্পদ

স্টাফ রিপোর্টার
৩ জুলাই ২০২৪, বুধবারmzamin

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক চেয়ারম্যান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) একেএম শামসুদ্দোহা খন্দকারের স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকার পেশায় গৃহিণী। তার আয়ের সুনির্দিষ্ট কোনো উৎসই নেই। তবুও ঢাকার দোহারসহ বিভিন্ন জায়গায় ২৭ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিক হয়েছেন তিনি। স্বামীর অবৈধ আয়ের অর্থেই এসব সম্পদ গড়েছেন ফেরদৌসী সুলতানা খন্দকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এই দম্পতির বিরুদ্ধে সাড়ে ৬৬ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে সংস্থাটি। দুুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম তদন্ত কার্যক্রম শেষে এই অভিযোগপত্র দাখিল করেন। বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন। 

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন তফসিলি ব্যাংকের হিসাবে সন্দেহজনক উৎসের অসামঞ্জস্যপূর্ণ ও অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে ২১ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৮২৯ টাকা জমা করে পরবর্তী সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলন করে তার অবস্থান, প্রকৃতি, উৎস, মালিকানা আড়াল করার চেষ্টা করেছেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনসহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৭৮ টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞাপন
যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ২৭ (১) এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রীর বিরুদ্ধে ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদের তথ্য গোপন করা এবং ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় চার্জশিটে। যেখানে মো. শামছুদ্দোহা খন্দকারকে সহযোগী আসামি করে তার স্ত্রী ফেরদৌসী সুলতানাকে প্রথম আসামি করা হয়েছে।

শামসুদ্দোহা ২০১১ সালে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে বসেন। ২০১৯ সালে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় স্ত্রী ফেরদৌসী সুলতানাও আসামি। ২০২১-২২ সালের পরিষদে শামসুদ্দোহা ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান। তার বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল।
 

পাঠকের মতামত

কি মজা ফার্স্ট সেকেন্ড না হইয়াও ছবি উঠে ……

My
৪ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৯ পূর্বাহ্ন

সাব্বাস বাঘের বাচ্চা ।

zakiul Islam
৩ জুলাই ২০২৪, বুধবার, ২:১২ অপরাহ্ন

গরীব যখন চুরি করে তাকে তখন চোর হিসাবে কোমরে দড়ি বেঁধে নেয় পুলিশ। এরা ও তো ক্ষমতার লাঠি হাতে পেয়ে চুরি করেছেন। এদের কে কেন কোমরে দড়ি বেঁধে নেওয়া হয় না ?

Kazi
৩ জুলাই ২০২৪, বুধবার, ৯:৫৭ পূর্বাহ্ন

তাতে কি। বেনজিরের তুলনায় তো কিছুই না।

A R Sarker
৩ জুলাই ২০২৪, বুধবার, ৮:০৯ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status