ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

টেকনাফে বিদেশি রাইফেল, ম্যাগাজিন গুলিসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২ জুলাই ২০২৪, মঙ্গলবার
mzamin

টেকনাফে বিদেশি জি-৩ রাইফেল, ২টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ মো. হেলাল উদ্দিন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি কক্সবাজারের রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুর্ব জুমছড়ি পাড়ার মনির আহম্মদের পুত্র। গতকাল সকাল সাড়ে ৭টায় সুপারির বস্তা থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় ।
বিকাল ৫টায় টেকনাফ থানা মিলায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ওসি মো. উসমান গনি। এ সময় কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেল পিপিএম উপস্থিত ছিলেন।
ওসি উসমান গনি জানান, টেকনাফ মডেল থানার একটি বিশেষ টিম অস্ত্র-গুলি উদ্ধারের জন্য দীর্ঘ ৭২ঘণ্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ পৌরসভাস্থ ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ টেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মহেশখালীর ধলঘাটা পণ্ডিতের ডেইল এলাকার লুকমান হাকিমের ছেলে মুহাম্মদ জুয়েল রানা (৩৫) কৌশলে পালিয়ে যায়।
ওসি আরও জানান, হেলাল ও পলাতক ব্যক্তি টেকনাফ এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-০১/৩৫৫, তাং-০১/০৭/২০২৪, ধারা-১৯অ/19(f) The Arms Act, 1878 iæRy করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status