খেলা
বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৭ অপরাহ্ন

৮ রানে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে গেল আফগানিস্তান। দ্বিতীয় রাউন্ডে কোনো জয় ছাড়াই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানরা বাংলাদেশের সামনে ১১৬ রানের লক্ষ্য দিয়েছিল, যা ১২.১ বলে তাড়া করে জিততে পারলে সেমিতে যেতে পারতো বাংলাদেশ।
১১৬ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই নাভিন উল হককে চার-ছক্কা হাঁকিয়ে শুরু করেন লিটন দাস। তবে পরের ওভারেই ফজল হক ফারুকিকে উইকেট দিয়েছেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেংথে করেছিলেন ফারুকি। সেখানে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ তামিম। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন এই টপ অর্ডার ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারে নাভিনকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ বলে ৫ রান।
পরের বলেই সাকিব আল হাসানকেও ফিরিয়েছেন নাভিন। চারে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। একাদশে ফেরা সৌম্য ভালো শুরু পেয়েও তা কাজে লাতে পারেননি। শেষ পর্যন্ত ১০ বল খেলে করেছেন ১০ রান।
তাওহিদ হৃদয় উইকেটে এসে শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করেছেন। তবে এদিন বেশিক্ষণ টিকতে পারেননি। রশিদের শিকার হওয়ার আগে ৯ বলে করেছেন ১৪ রান।
মাহমুদউল্লাহ যখন উইকেটে আসেন তখনও বাংলাদেশের সেমির সমীকরণ বাস্তব ছিল। ১৯ বলে যখন ৪৩ রান দরকার তখন দশম ওভারে ৫ বল ডট খেলেন মাহমুদউল্লাহ। সে ওভার থেকে আসে মাত্র ৪ রান। এতেই সেমির স্বপ্ন ম্লান হয় টাইগারদের। পরের ওভারে রশিদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ৯ বল খেলে ৬ রান এসেছে তার ব্যাট থেকে। পরের বলেই রিশাদ হোসেনকেও ফেরান রশিদ। এরপর ১৭ ওভার ৫ বলে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। আর অস্ট্রেলিয়াকে টপকে সেমিতে গিয়ে আফগানিস্তান গড়ে ইতিহাস।
বাংলাদেশের পক্ষে লিটন দাশ ৪৯ বলে ৫৪ রান করেন এবং আফগানিস্তানের রহমতউল্লাহ গুবরাজ ৫৫ বলে করেন ৪৩।
পাঠকের মতামত
Joy Bangla hoichy
Congratulations Afghanistan!!!!!
ধিক্কার জানাই