ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করুন: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ জুন ২০২৪, মঙ্গলবার

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে গণমাধ্যমে আসা সরকারের উচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তাদের অস্বভাবিক সম্পদের খবরে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুই বছর অন্তর অন্তর সম্পদের হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক, তাদের দুর্নীতি রোধে সংবিধানে থাকা ন্যায়পাল নিয়োগ করার জন্য প্রায় ৩০ বছর ধরে শাহজালাল রহ. পুণ্যভূমি সিলেট নগরীর সহ কয়েকটি জেলার রাজপথে মিছিল মিটিং ও সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দিয়ে যাচ্ছে অত্র সংগঠন। সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের বিষয়টি সাড়া দিলেও অদৃশ্য শক্তির কারণে তা কার্যকর হয়নি। যার ফলশ্রুতিতে শীর্ষ ব্যাংক ডাকাত আব্দুল হাই বাচ্চু, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, জাপা কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার, এনবিআর সদস্য মো. মতিউর রহমান ও তার স্ত্রীর অঢেল সম্পদের খবরগুলো দেশের ৯০ ভাগ দুর্নীতি বিরোধী জনগণকে হতবাক ও মর্মাহত করেছে।  পাশাপাশি পুলিশ এসোসিয়েশনের বিবৃতি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী, পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাস ও সাম্প্রদায়িক শক্তিকে দমন করার দোহাই দিয়ে কতিপয় কর্মকর্তা অঢেল সম্পদের অধিকারী ও বিলাসী জীবনযাপন করবেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নেতৃবৃন্দ দুর্নীতির বিরুদ্ধে জিরো টরারেন্সের কার্যক্রম দৃশ্যমান রাখতে গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের পাসপোর্ট জব্ধ, দুর্নীতি মামলা দায়ের ও গ্রেপ্তার করার জোর দাবি জানান। 
 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status