বিনোদন
সংগীতে রুনা লায়লার ৬০ বছর উদ্যাপন করলো চ্যানেল আই
স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২৪, মঙ্গলবার
গতকাল সংগীত জীবনের ৬০ বছর পূর্ণ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এ উপলক্ষে চ্যানেল আই দুপুর ১২টা ৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীর এ সাফল্য উদযাপন করে। জানানো হয় সম্মাননা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ সিরাজ রুনা লায়লাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এদিনের অনুষ্ঠানে। এ আয়োজনে উপস্থিত ছিলেন রুনা লায়লার স্বামী ও কিংবদন্তি নায়ক আলমগীর, নির্মাতা মতিন রহমান, কাজী হায়াৎ, সংগীতশিল্পী খুরশীদ আলম, সংগীত পরিচালক ফুয়াদ নাসের বাবু, শওকত আলী ইমন, রিপন খান, গীতিকবি মনিরুজ্জামান মনির, শফিক তুহিন, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, চিত্রনায়িকা অঞ্জনা, অরুণা বিশ্বাসসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে রুনা লায়লার উপর একটি ডকুমেন্টারি দেখানো হয়। এরপর তার সম্মানে গান পরিবেশন করেন এ প্রজন্মের শিল্পীরা। এদের মধ্যে ছিলেন ইমরান, ঝিলিক, কোনাল, ল্ইুপা, পুষ্পিতা, অনন্যা, তামিম, অনুপমা মুক্তি প্রমুখ। গানের ফাঁকে ফাঁকে রুনা লায়লাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। এদিকে গতকাল অর্থাৎ ২৪শে জুন নায়ক আলমগীরেরও চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ১৯৭২ সালে। রুনা লায়লার সঙ্গে সঙ্গে আলমগীরকেও শুভেচ্ছা জানানো হয় একমঞ্চে। আলমগীর রুনা লায়লা প্রসঙ্গে বলেন, রুনা লায়লা এমন একজন শিল্পী যে কিনা সব সময় রেওয়াজের উপর থাকে। সংগীতের জন্য যখন তখন সে রেওয়াজ করে। দিন নেই রাত নেই সে খালি গলায়ই রেওয়াজ করে। হাসতে হাসতে আলমগীর বলেন, রেওয়াজের ফাঁকে সময় পেলে সে কথা বলে! এদিকে রুনা লায়লার গাওয়া অপ্রকাশিত দু’টি গানও অনুষ্ঠানে শোনানো হয়। রুনা লায়লা বলেন, আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার ফলেই আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে। আমি আজীবন এভাইে গান গেয়ে যেতে চাই। বাকি যাত্রাতেও আপনাদের এমন ভালোবাসা চাই।