রাজনীতি
ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটিতে আরও ১৭ সদস্যকে অন্তর্ভূক্ত করলো বিএনপি
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ২৪ জুন ২০২৪, সোমবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন
স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটিতে আরও ১৭ জন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সদস্যরা হলেন:
১. আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, কানাডা)
২. ড. এনামুল হক চৌধুরী (সিলেট)
৩. এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস)
৪. আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি)
৫. রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি)
৬. নাহিদ খান (সহ-আন্তর্জাকি বিষয়ক সম্পাদক-বিএনপি)
৭. ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান)
৮. হাফিজ খান সোহেল (ওয়াশিংটন)
৯. এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া)
১০. বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া)
১১. ডলি (Dali) নাসির (ইতালি)
১২. গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক)
১৩. শফিক দেওয়ান (জার্মানি)
১৪. ড. শামীম পারভেজ (জার্মানি)
১৫. হাজী হাবিব (ফ্রান্স)
১৬. কবির আহমেদ (আয়ারল্যান্ড)
১৭. মো. নায়েমুল (Naemul) বাসির (অস্ট্রিয়া)
বিবৃতিতে বলা হয়, গত ৪ঠা ফেব্রুয়ারি গঠিত “বৈদেশিক” সম্পর্ক কমিটি বিলুপ্ত করে ১৫ই জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সভাপতি করে ১১ (এগার) সদস্য বিশিষ্ট চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স এডভাইজরি কমিটি গঠিত হয়। এই এডভাইজরি কমিটির সদস্যবৃন্দের মধ্যে যথাক্রমে হুমায়ুন কবির (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), সিরাজুল ইসলাম (সাবেক রাষ্ট্রদূত), তাসভিরুল ইসলামকে (সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে পদমর্যাদা প্রদান করা হয়।