ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘অস্ট্রেলিয়ার মতো দলকে হারাতে আপনাকে ঝুঁকি নিতেই হবে’

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, শনিবার
mzamin

বিশ্বকাপের যুক্তরাষ্ট্রপর্বে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ঢাকা দেওয়া গিয়েছিল বোলিং দিয়ে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পিচগুলোতে নিজেদের আগের রূপে ফিরে গেছে টাইগাররা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিম বলেছেন, বড় দলকে হারাতে হলে অবশ্যই ঝুঁকি নিতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হারের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে তামিম বলেন, ‘টপ অর্ডার পুরো টুর্নামেন্টই ধুঁকছে। খেয়াল করলে দেখবেন ৭ থেকে ১৫ ওভারের সময় বেশি ধুঁকছে আমাদের ব্যাটিং। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে আজকের অস্ট্রেলিয়া পর্যন্ত, আমরা সাদামাটা শুরু করেছি। খুব ভালো শুরুর কথা বলব না। এরপর ৭ থেকে ১৫ ওভারে হারিয়ে ফেলেছি প্লটটা।’
সুপার এইটের প্রথম ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। পরের  দু’ম্যাচ নিয়ে তামিম ইকবাল আশাবাদী। প্রশংসা করলেন তাওহিদ হৃদয়ের ভয়ডরহীন খেলা নিয়েও। তামিম বলেন, ‘আমরা যদি এই বিশ্বকাপে ভালো করে আরও এগিয়ে যেতে চাই তাহলে আমি মনে করি বাংলাদেশ পরের ম্যাচে কীভাবে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে ভাবা উচিত এখন থেকে। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের করতে হতো ১৮০ রান, এজন্য যে ধরনের ব্যাটিংয়ের দরকার সেটা করেছে শুধু তাওহিদ হৃদয়। আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশিদূর যেতে পারবেন না।’ ২৮ বলে দুইটি চার ও দুইটি ছক্কায় ৪০ রান করা তাওহিদ হৃদয়ের প্রশংসা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘আমরা ১৫০ রানে বাংলাদেশকে আটকাতে চেয়েছি। আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। বাংলাদেশ আরো কম রানেই আটকে যেতে পারতো। হৃদয় ভালো ব্যাট করেছে। ওর হাতে প্রচুর শট আছে।’
তামিম ইকবালের সঙ্গে ক্রিকইনফোর অনুষ্ঠানে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুডি। বাংলাদেশ দলের আরো ভালো ক্রিকেট খেলা দরকার বলে মন্তব্য করে সাবেক অজি তারকা বলেন, ‘বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সেটা শুধু টিকে থাকার জন্য, জেতার জন্য নয়। জয়ের জন্য আরো ভালো ইনিংস দরকার।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status