বাংলারজমিন
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
(৮ মাস আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ১:৪৬ অপরাহ্ন
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্র জানায়, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মাদ্রাসা এলাকায় চুকনগরগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপজেলার কুলবাড়িয়া এলাকার ইয়াকুব আলীর পুত্র মো. নূর ইসলাম শেখ ও কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মৃত ইমান আলীর পুত্র মো. জাহাঙ্গীর আলী শেখকে মৃত বলে ঘোষনা করে। এছাড়াও আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপতালে প্রেরন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই মুন্সি পারভেজ হাসান।