বাংলারজমিন
সাতকানিয়ায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গুলি, আহত ২
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১৬ জুন ২০২৪, রবিবার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২জন আহতের খবর পাওয়া গেছে। এ ছাড়াও এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে ২ জন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নুরু মার্কেটের পশ্চিমে এঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলিবর্ষণ করে হামলাকারীরা। ঘটনায় আহতরা হলেন খাগরিয়া ৪ নং ওয়ার্ডের শামসুল আলমের ছেলে মোহাম্মদ জাহেদ (২০) ও একই এলাকার মৃত অছিউর রহমানের ছেলে শফিকুর রহমান (৭০)।
জানা যায়, খাগরিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন ও নাসির উদ্দিনের দু’পক্ষের মাঝে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আব্বাসের পাড়ার হারি মিঞার ছেলে দিল মোহাম্মদ (৪৫)কে দেশীয় অস্ত্র (এলজি) সহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সমর্থকরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে একটি বাড়িতে আশ্রয় নেয় পুলিশ। এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে। পরে সাতকানিয়া থানা পুলিশ এবং চন্দনাইশ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগরিয়ায় দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ দিল মোহাম্মদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আকতার হোসেন নামে একজনকেও জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করছে এবং এটি অব্যাহত থাকবে।