অনলাইন
ইসরাইলের ওপর ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর, আহত ২
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ১৪ জুন ২০২৪, শুক্রবার, ৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৬ অপরাহ্ন
লেবাননের শিয়া মুসলিম গ্রুপ হিজবুল্লাহ বলছে যে তারা দ্বিতীয় দিনের মতো ইসরাইলি সামরিক অবস্থানে বড় আকারের রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক স্যাটেলাইট নিউজ নেটওয়ার্ক আল জাজিরা হিজবুল্লাহর একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে যে বৃহস্পতিবারের ওই হামলায় ৩০টি বিস্ফোরক ড্রোন এবং ১৫০টি রকেট ব্যবহার করা হয়।
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা "অসংখ্য নিক্ষেপণকে" বাধা দিলেও কিছু কিছুক্ষেত্রে বিস্ফোরণে আগুন ধরে যায়। দেশটির উদ্ধারকারী সংস্থার ভাষ্যমতে, হামলায় দুজন আহত হয়েছেন। এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে আরও বলা হয়ঃ গত বুধবার উত্তর ইসরাইলে হিজবুল্লাহর ২শটিরও বেশি রকেট হামলার পর নতুন এই হামলা চালানো হলো।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনীও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রুপটির বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে প্রস্তুত বলে মনে হচ্ছে।
বিশ্লেষকদের ভাষ্যানুযায়ী, গাজা ভূখণ্ডে ইসরাইল এবং ইসলামিক গ্রুপ হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় সামান্য অগ্রগতির খবরের মাঝে মধ্যপ্রাচ্যে বৈরিতা আরও বাড়তে পারে।