বাংলারজমিন
অবৈধ গরুর হাট
ইউএনওকে দেখে দৌড়ে পালালেন ভুয়া ইজারাদার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৫ জুন ২০২৪, শনিবারলক্ষ্মীপুরের কমলনগরে বাজার ইজারা না নিয়ে গরুর হাট বসালেন সালাউদ্দিন সুমন নামে আওয়ামী লীগ নেতা। শুক্রবার বিকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স বাজারের ওই গরুর হাট পরিদর্শনে আসলেই দ্রুত পালিয়ে যান সুমন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাজার বন্ধ করে দেন। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চরলরেন্স, মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে বিধি মোতাবেক অস্থায়ীভাবে গরুর হাটের দরপত্র আহ্বান করেন। সব বাজার ইজারা হলেও গত সোমবার সালাউদ্দিন সুমন চরলরেন্স বাজারে দরপত্র জমা দেন। পরে সময় শেষ হয়ে যাওয়ায় সে আর ইজারা নিতে পারেনি। পরে ইজারা না নিয়ে চরলরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে অবৈধভাবে গরুর হাট বসায় সুমন। এ বিষয়ে মুঠোফোনে সালাউদ্দিন সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ইজারা না নিয়ে গরুর হাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এসময় আমাদের আসার খবরে সুমন পালিয়ে যায়। অবৈধভাবে গরুর হাট বসানোর অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।