ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

নিউ ইয়র্কে জিতে ফ্লোরিডায় চোখ বাবরের

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার
mzamin

যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে গেছে পাকিস্তান। তৃতীয় ম্যাচে কানাডাকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে রইলো দলটি। যদিও সুপার এইটে ওঠার পথ এখনও কঠিন তাদের জন্য। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘জয়টা খুবই প্রয়োজন ছিল। ফ্লোরিডার কন্ডিশন নিশ্চয়ই ভালো হবে।’ আগামী ১৬ই জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাবরের দল। 
মঙ্গলবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কানাডাকে ৭ উইকেট হারায় পাকিস্তান। টস হেরে আগে ব্যাটিং করতে নামা কানাডা করে ১০৬ রান। জবাবে মোহাম্মদ রিজওয়ানের ৫২ রানের ইনিংসের ওপর ভর করে ১৫ বল বাকি রেখে জয় পায় পাকিস্তান।
এই জয়ে সুপার এইটে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘এ’গ্রুপে তিন নম্বরে আছে তারা। 
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষে, যুক্তরাষ্ট্রে দুইয়ে আছে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তানের চেয়ে নেট রানরেটে পিছিয়ে চারে কানাডা। ২ ম্যাচের দুটিই হেরে তলানিতে আয়ারল্যান্ড।
নিউ ইয়র্কে ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘আমাদের জন্য খুবই ভালো, জয়টা দরকার ছিল। দলকে কৃতিত্ব দিতে চাই। আমরা ভালো শুরু করেছিলাম, নতুন বলে উইকেট নিয়েছি। রানরেটের বিষয়ও আমাদের মাথায় ছিল। এখানে প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ। এরপরই আপনি বুঝতে পারবেন কী হতে যাচ্ছে। ফলে ৬ ওভারের পর আমরা স্পিনারদের দিয়ে আক্রমণ করিয়েছি। আমরা একই মানসিকতা নিয়েই পরের ম্যাচ খেলবে। ফ্লোরিডার কন্ডিশন নিশ্চয়ই এর চেয়ে ভালো হবে।’
চলতি বিশ্বকাপে খুব একটা ছন্দে নেই বাবর। ৩ ম্যাচে ৮০ রান করেছেন তিনি। তবে তার খেলার ধরণ নিয়ে সমালোচনা হচ্ছে। কানাডার বিপক্ষে করেন ৩৩ রান। তবে আউটের ধরণ নিয়ে মোটেও খুশি নন তিনি। বাবর বলেন, ‘একই ভাবে আউট হচ্ছি। 
ফলে আমি খুবই রাগান্বিত ছিলাম। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি।’ 
এদিন পাকিস্তানের বিপক্ষে কানাডার মোট রানের অর্ধেক একাই করেন অ্যারন জনসন। ৪৪ বলে ৪টি করে ছক্কা ও চারে ৫২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ১৫ রানও করতে পারেননি আর কেউ। শেষ পর্যন্ত ১০৬ রানে থামে কানাডার ইনিংস। 
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় উইকেটে ৬২ বলে ৬৩ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন রিজওয়ান ও বাবর। ৩৩ বলে একটি করে চার ও ছক্কায় অধিনায়ক বাবর বিদায় নেন ৩৩ রান করে। ফখর জামান টিকতে পারেননি। রিজওয়ান কাজ শেষ করে ফেরেন, তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি। তার ৫২ বলে ফিফটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের মন্থরতম পঞ্চাশ। তিনি ছাড়িয়ে গেছেন ডেভিড মিলারকে, চলতি আসরেই একই মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫০ বলে ফিফটি করেছিলেন এই সাউথ আফ্রিকান ব্যাটসম্যান।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status