ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

আফগানদের সুপার এইট নিশ্চিত করার মিশনে প্রতিপক্ষ পিএনজি

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারmzamin

টি-টোয়েন্টিতে আফগানিস্তান কয়েক বছর ধরেই টানা ভালো করছে। এবারের বিশ্বকাপেও সেই ধারা বজায় রেখেছে তারা। চলতি আসরেই নিউজিল্যান্ডকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে রশিদ খানের দল। উড়ন্ত আফগানদের সামনে এবার পাপুয়া নিউগিনি। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৬টায়। 
উগান্ডাকে উড়িয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। এরপরের ম্যাচে নিউজিল্যান্ডকেও পাত্তা দেয়নি তারা। আগে ব্যাটিং করে ১৫৯ রান করার কিউইদের মাত্র ৭২ রানে গুটিয়ে দেন রশিদ-ফারুকিরা। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয় এটি।
টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে একশর নিচে গুটিয়ে দেয় আফগানিস্তান। এর আগে প্রথম ম্যাচে উগান্ডাকে ৫৮ রানে অল আউট করে ১২৫ রানে জিতেছিল তারা। দলটির জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা ফজলহক ফারুকির ফর্ম। দুর্দান্ত ছন্দে থাকা এই বাঁহাতি পেসার দুই ম্যাচেই নিয়েছেন ৯ উইকেট। চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে তিনিই। আর আফগানিস্তানের স্পিন আক্রমণ তো সবসময়ই বিশ্বের অন্যতম সেরা। অধিনায়ক রাশিদ খান নিজে বিশ্বের অন্যতম সেরা স্পিনার। এছাড়া মুজিব উর রহমান ও নুরদের মতো স্পিনাররাও যে কোনো দলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন।  
তবে আফগানিস্তানের দুই ওপেনারও দলটির শক্তির জায়গা হয়ে উঠেছেন। চলতি আসরে দুই ম্যাচেই শতরানের জুটি গড়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে টানা দুই ম্যাচে শতরানের জুটি হলো এই প্রথম। সব মিলিয়ে যে কোনো উইকেটে এমন ঘটনা দেখা গেছে দুবার। ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে শতকছোঁয়া জুটি গড়েন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও ওয়েন মরগ্যান। ২০১৪ সালে ভারতের রোহিত শার্মা ও ভিরাট কোহলিও গড়েন একই কীর্তি।
অন্যদিকে পাপুয়া নিউগিনি দুই ম্যাচের দুটিতেই হেরেছে। আসরে টিকে থাকতে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। তবে শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে জয় পাওয়াটা তাদের জন্য বেশ কঠিন হবে। দুই দল এর আগে মাত্র একবারই টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যেখানে জয় পেয়েছে আফগানরা।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status