বাংলারজমিন
কলাপাড়ার হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারপটুয়াখালীর কলপাড়া উপজেলার মহিপুর থানার মৎস্য বন্দর আলীপুরে ভাই ভাই আবাসিক নামের একটি হোটেল থেকে মো. শফিকুর রহমান (৭০) নামের সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত শফিকুর চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। জানা যায়, শফিকুর রহমান ২৩ সালের ডিসেম্বর থেকে ওই হোটেলের ১১নং রুমে অবস্থান করছেন। গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গতকাল সকালে হোটেল কর্তৃপক্ষ তাকে নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ পায়নি। পরে জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমরা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার আত্মীয়স্বজনরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।