ঢাকা, ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রমজান ১৪৪৬ হিঃ

রাজনীতি

লুটপাট, দুর্নীতি করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে সরকার: টুকু

স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ৫:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন

mzamin

ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার লুটপাট- দুর্নীতি করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে বলে মন্তব্য করেছেন  জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জে যুবদলের কারাবরণকারী ও হামলার শিকার নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। টুকু বলেন, আজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার পরিবার আজ দেশে থাকতে পারছেন না। বাংলাদেশের কোন মানুষই এখন নির্যাতনের বাহিরে নাই। সবাই নির্যাতনের শিকার।

তিনি বলেন, আজ যদি একটি শিশু ভূমিষ্ঠ হয় তাহলে তার ঋণ এক লক্ষ  টাকার ওপরে। বাংলাদেশের এই অবস্থা হয়েছে কি কারণে? এই সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে। এই সরকারের কারণেই বাংলাদেশ ঋণগ্রস্ত। এই সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, এই ডামি নির্বাচনের সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্তভাবে এই সরকারের পরাজয় হবে। দেশের ৯৫ ভাগ মানুষ একদিকে আর অন্যদিকে হচ্ছে দেশের লুটপাটকারী, দুর্নীতি করি তাদের চরমভাবে পরাজয় হবে।

সিরাজগন্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম ওবায়দুল্লাহ, সহ-আন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর চায়না, সদস্য আবদুল্লাহ আল কাফী সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status