ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

চীনের পার্কে ৪ মার্কিনিকে ছুরিকাঘাত

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১১ জুন ২০২৪, মঙ্গলবার, ৮:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫০ পূর্বাহ্ন

mzamin

চীনের একটি পাবলিক পার্কে যুক্তরাষ্ট্রের চারজন বিশ্ববিদ্যালয় ইন্সট্রাক্টরকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, চীনে পাবলিক পার্কে বিদেশীদের ওপর হামলার ঘটনা খুবই বিরল। বিবৃতিতে বলা হয়েছে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিলিনের একটি পার্কে দিনের বেলা হাঁটাহাঁটি করছিলেন আইওয়া কর্নেল কলেজের এসব ইন্সট্রাক্টর। এ সময়ই তাদের ওপর হামলা হয়। যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য এডাম জাবনার বলেছেন, আহত চার ইনস্ট্রাক্টরের মধ্যে তার ভাই ডেভিড আছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আহতদের কারো জীবনহানির ঝুঁকি নেই। এ ঘটনায় পুলিশ বলেছে, চুই ডাকনামের একজন চীনা নাগরিক একজন মার্কিনির সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। এরপর সে ছুরিকাঘাত করে। পরে অন্য তিন মার্কিনিকে আহত করে। আহত করে একজন চীনা নাগরিককেও। কারণ, তারা হামলার সময় উদ্ধার করতে এগিয়ে গিয়েছিলেন। এডাম জাবনার বলেছেন, একজন ইনস্ট্রাক্টর সোমবার স্থানীয় একটি উপাসনালয় সফরে গিয়েছিলেন। এ সময় এক ব্যক্তি তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। তিনি বলেন, জিলিন শহরে বেইশান পার্কে তার ভাইয়ের বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি এখন হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার সকালেও তাকে ছাড় দেয়নি হাসপাতাল। তবে তিনি সুস্থ হয়ে উঠছেন। কর্নেল কলেজ বলেছে, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে মার্কিন ওই চার ইনস্ট্রাক্টর সেখানে শিক্ষা দিচ্ছিলেন। তারা যখন সোমবার পার্কে ঘুরতে যান তখন বেইহুয়া ইউনিভার্সিটির একজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আক্রান্তদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেছেন, পুলিশ মনে করে এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। এ বিষয়ে তদন্ত চলমান। তিনি আরও বলেন, বিশ্বের মধ্যে চীন হলো অন্যতম সবচেয়ে নিরাপদ দেশ। বিদেশিরা সেখানে যাতে নিরাপদ থাকেন তা নিশ্চিত করতে চীন অব্যাহতভাবে পদক্ষেপ নেবে। আমরা আশা করি, এ ঘটনায় অন্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বিষয়টি সম্পর্কে তারা অবহিত। আরও তথ্যের জন্য অপেক্ষা করছিলেন। এক্সে আইওয়ার গভর্নর কিম রেনল্ডস লিখেছেন, ভয়াবহ এই হামলা সম্পর্কে মন্ত্রণালয়ের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। আক্রান্তদের দ্রুত সুস্থতা, নিরাপদে দেশে ফেরা এবং পরিবারের কাছে পৌঁছার জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান/ সকল বিকল্প উন্মুক্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status