ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে পুকুর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১১ জুন ২০২৪, মঙ্গলবার

কিশোরগঞ্জে পুকুর থেকে ভাসমান অবস্থায় বাচ্চু মিয়া (৫৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলা শহরের নগুয়া এলাকার হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাংগাইল গ্রামের আহম্মদ মিয়ার ছেলে। তিনি জেলা শহরের গৌরাঙ্গবাজারে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন এবং নগুয়া এলাকার হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন। গত শনিবার রাতে কাজে বেরিয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১২টার দিকে হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুকুরে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। পরে মরদেহটি বাচ্চু মিয়ার বলে শনাক্ত করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status