বাংলারজমিন
হত্যার পর মরদেহ ফেলে দেয় নদীতে, সহকর্মী আটক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ জুন ২০২৪, মঙ্গলবারচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নদী থেকে নুর বশর (৫০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার সহকর্মী ইসমাইল (৪৫) কে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ফকিরার চর এলাকা থেকে তার মরদেহ করা হয়। জানা যায়, নিহত নুর বশর কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা মৃত ইন্নে আমিনের ছেলে। আর আটককৃত ইসমাইল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বড়দিল এলাকার আনার উল্লাহ ছেলে। খামারের মালিক মো. হাসান চৌধুরী বলেন, তারা দু’জনেই আমার খামারে কাজ করতো। তাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। আমি এসে সমাধান করে দিতাম। আজ (সোমবার) সকালে শুনলাম বশরের মরদেহ পড়ে রয়েছে। সন্দেহজনকভাবে ইসমাইলকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড, অভিযুক্তকে আটক করা হয়েছে।