খেলা
‘আইপিএল’ না খেলার কারণেই সফল জাম্পা
স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪, মঙ্গলবার
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ট্রাম্পকার্ড হয়ে উঠেছেন অ্যাডাম জাম্পা। সর্বশেষ ইংল্যান্ডকে হারানোর ম্যাচেও ম্যাচসেরা হন এই লেগ স্পিনার। চার ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ফিল সল্ট ও জশ বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট। সাফল্যের পিছনে আইপিএলকে বড় কৃতিত্ব দিচ্ছেন তিনি! তার মতে, বিশ্বকাপ প্রস্তুতির জন্য এটাই ছিল সেরা সিদ্ধান্ত। আইপিএলের এবারের আসরে নিজের নাম প্রত্যাহার করে নেন জাম্পা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে জাম্পা জানালেন এই সিদ্ধান্ত কতোটা সময়োপযোগী ছিল। তিনি বলেন, ‘আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। আমি মনে করি এটা বিশ্বকাপের জন্য ভালো ছিল। আমার কাছে পরিবার কাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ নিজের প্রস্তুতি নিয়ে জাম্পা বলেন, ‘আমি একটু ধীরগতিতে শুরু করেছি। পরে বাড়তি পরিশ্রম করে পুষিয়ে নিয়েছি। তাতে আমার শরীর ভালো লাগছিল। আমি সাধারণত এই ধরনের টুর্নামেন্টের আগে যা করি তার চেয়ে একটু বেশি পরিশ্রম করেছি। সবকিছু এখন ভালো লাগছে।’ ২০২৩ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিলেন জাম্পা। তার ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন জাম্পা। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এটা নিয়ে কখনোই ভাবিনি। যেমন আমাকে দলে আমার জায়গার জন্য দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে এবং তারপরে আমি ভাগ্যবান ছিলাম যে আমার অধিনায়ক আমাকে সমর্থন করেছিলেন কামিন্স এবং মার্শও আমাকে সমর্থন করেছেন।’