ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সিলেটে কাইয়ুম চৌধুরী

সবাইকে সঙ্গে নিয়ে প্রহসনের নির্বাচন বর্জন করতে হবে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ মে ২০২৪, শনিবার
mzamin

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য কোনো নির্বাচন হচ্ছে না। সরকারের মন্ত্রী-এমপিসহ তাদের নেতাকর্মীরা দুর্নীতি, নীতিহীনতা ও স্বজনপোষণে জনগণের টাকায় ফুর্তিবাজি করছে। তাই এই প্রতারণার ডামি উপজেলা নির্বাচন নিয়ে জনগণকে সচেতন করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এই প্রহসনের নির্বাচনকে বর্জন করতে হবে। বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত না করে এবং তারেক রহমানের দেশে ফেরার প্রতিবন্ধকতা দূর না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

শুক্রবার বাদ জুমা ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে চলমান প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করতে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেঞ্চুগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপি’র সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফির সভাপতিত্বে ও সহ-সভাপতি রেজাউল করিম রায়হানের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে গলাটিপে হত্যা করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি মহিবুদ্দিন বেলাল, ফখরুল ইসলাম পাপলু, রাজু চৌধুরী, এনায়েত হোসেন রুহেল, সাদিকুর রহমান টিপু, খায়রুল ইসলাম ছুটন, রাশেদুল হাসান চৌধুরী রাসেদ, শাহিন আহমদ, দিনার আহমদ শাহ, বাদল আহমদ, জামাল আহমদ, ফখরুল ইসলাম নিশাত, রাহিবুল হাসান চৌধুরী সুজন,  ফাহিজুল করিম সায়মন, কমল হাসান বাবর প্রমুখ।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status