খেলা
সুর কৃষ্ণের প্রতিপক্ষ বায়ো লিউ
স্পোর্টস রিপোর্টার
২৫ মে ২০২৪, শনিবার
পেশাদার বক্সিংয়ে একের পর এক ম্যাচ জিতে এগিয়ে যাচ্ছেন দেশের অন্যতম সেরা বক্সার সুর কৃষ্ণ চাকমা। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন। জেতার রেকর্ড শতভাগ। আজ ক্যারিয়ারে নবম ম্যাচে রিংয়ে নামতে যাচ্ছেন। ঢাকার ইন্টারকন্টিনেন্টালে সুরের প্রতিদ্বন্দ্বী চীনের পেশাদার সার্কিটে সাত নম্বর বক্সার বায়ো লিউ। সুপার লাইটওয়েট ৬৩.৫ কেজিতে হবে লড়াই, চীনের বক্সারকে হারিয়ে এবারও জয়রথ এগিয়ে নিতে চাইছেন সুর। তিন মিনিট করে ৬ রাউন্ডের ম্যাচ হবে। এই সময়ের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে নিজের ক্যারিয়ারে নবম জয় তুলে নেওয়ার পণ সুরের।