বাংলারজমিন
মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারমৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পক্ষে বিক্ষোভ করায় আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং কিরগিজস্তানে বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। গতকাল দুপুরে চৌহমুনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক সামায়েল রহমানের সঞ্চালনায় ও সভাপতি তপন দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, চা শ্রমিক ১০দফা বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এসএম শুভ, যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, সিপিবি শ্রীমঙ্গল কমিটির সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া ও ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কোষাধ্যক্ষ অভিজিৎ শর্মা প্রমুখ।