খেলা
‘হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি,’ বাংলাদেশকে হারানোর পর হারমিত
স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, বৃহস্পতিবার
আগে ব্যাটিং করে ১৫৩ রান করেছিল বাংলাদেশ। লক্ষ্যটা বড় না হলেও লড়াকু ছিল। একপর্যায়ে বাংলাদেশের জয়টাকেই সম্ভাব্য ফল মনে হচ্ছিল। কিন্তু এরপর দৃশ্যপটে আগমন হয় যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হারমিত সিংয়ের। একাই টাইগার বোলারদের ওপর ঝড় তুলে ঐতিহাসিক জয় এনে দেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজকদের। ম্যাচ শেষে হারমিতের মনে হয়েছে বাংলাদেশ তাদের হালকাভাবে নিয়েছিল।
মঙ্গলবার হিউস্টনে ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়ায় অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন হারমিত। হিউস্টনে বাংলাদেশের বিপক্ষে ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার। হারমিত যখন উইকেটে আসেন, তখন যুক্তরাষ্ট্রের দরকার ছিল ৩১ বলে ৬০ রান। এরপর শেষ ৪ ওভারে তাদের প্রয়োজন ছিল ৫৫ রান। তখনো মোস্তাফিজুর রহমানের দুই ওভার বাকি। তবে এদিন শেষ ওভারে ২০ রান কিংবা শেষ চার ওভারে ৫০ রান সব সমীকরণ মেলানোর সংকল্প নিয়েই মাঠে নেমেছিলেন হারমিত। ১৭তম ওভারে বাংলাদেশের ‘কঠিনতম’ বোলার মোস্তাফিজকে টানা দুই ছক্কা মারেন তিনি। এরপর শরীফুল ইসলামের ওভারেই ১ ছক্কা ও ১ চার মারেন এই ক্রিকেটার। ম্যাচ শেষে হারমিত বলেন, ‘আমরা ভেবেছিলাম মোস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন। কিন্তু যখন ওকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করতে, তখন ভেবেছি, অন্য প্রান্ত থেকে কোনো ওভারে ২০ রান নেয়ার সুযোগ আছে আমাদের। হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি, অথবা কী হতে পারে, এটা আমি জানি না। তবে মোস্তাফিজের ৪ ওভার শেষ করে দেয়ায় আমরা শেষ ওভারে ২০ রানও নিতে পারবো এমন বিশ্বাস ছিল আমাদের।’
বাঁহাতি এই অলরাউন্ডার অবশ্য বাংলাদেশের করা ১৫৩ রান ১৮তম ওভারেই তাড়া করতে চেয়েছিলেন। ম্যাচসেরা হারমিত বলেন ‘উইকেট যেমন ছিল, তাতে এই রান ১৮তম ওভারে তাড়া করতে পারবো বলে ভরসা ছিল। আমরা এমন ধীরগতির উইকেটে খেলতে অভ্যস্ত। বাংলাদেশিদের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে, যে কারণে তারা একটু ধীরে এগিয়েছে। ব্যাটসম্যানদের প্রতি সম্মান জানাই, তারাই আমাদের লড়াইয়ে রেখেছে। যখন আমাদের শেষ ৪ ওভারে ৫০ রান লাগতো, তখনো এই রান তাড়া করতে পারবো বলে নিজের প্রতি ভরসা ছিল।’