ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

ইসলামের খেলাফের জন্য এ দেশ স্বাধীন হয়নি: ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার

(১০ মাস আগে) ২২ মে ২০২৪, বুধবার, ৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন

mzamin

ইসলামের খেলাফের জন্য এ দেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, শেখ সাহেবের পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর-আল্লাহু আকবর লেখা ছিল। তিনি আউজুবিল্লাহ-বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করতেন।  ৭০ এর নির্বাচনী ইশতেহারে বলা ছিল, শরীয়াহ বিরোধী কোনো আইন পাশ হবে না।

বুধবার জাতীয় প্রেসক্লাবের একটি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল এবিএম রাকিবুল হাসানের সঞ্চালনায় সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সেক্রেটারি জেনারেল এ বি এম রাকিবুল হাসান, হকার নেতা মুহাম্মদ ঈমান উদ্দিন প্রমুখ।

ফয়জুল করীম বলেন, শেখ সাহেব মদ বন্ধ করেছেন, পতিতালয় বন্ধ করেছেন, সুদ-ঘুষ বন্ধ করেছেন, আজকে আওয়ামী লীগ তা চালু করেছে। এক কথায় বলতে গেলে আওয়ামী লীগ শেখ সাহেবের আদর্শের উপরে নেই। তিনি বলেন, পাকিস্তানে ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যে দেশ স্বাধীন হলো, সে দেশে আজ ভোটের মর্যাদা কোথায়? যে ভোটের মর্যাদা না দেয়ার কারণে আমরা অস্ত্রধারণ করেছি সেই ভোটের গুরুত্ব আজ কোথায়? আমরা বাকশক্তি ও চাকুরি পাওয়ার জন্য কি স্লোগান দিয়েছিলাম? 
তিনি বলেন, আজকে দেখছি- জনগণের চাকরি না থাকলেও আওয়ামী লীগের লোকদের ঠিক চাকরি আছে। আওয়ামী লীগ ভালো খায়, সাধারণ মানুষ ভালো খেতে ও পরতে পারে না। স্বাধীন দেশে সাধারণ মানুষ ক্ষুধার তাড়নায় সন্তান বিক্রি করে। তবে এই দেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল?

পার্বত্য অঞ্চলের কথা উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য অঞ্চল দেখলে মনে হয় এটা অন্য একটা দেশ। সেখানে বাঙালিরা পাহাড়িদেকে চাঁদা দেয়। জমি কিনতে তাদের থেকে অনুমতি নিতে হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, তবে কি পার্বত্য অঞ্চল ভিন্ন কোনো রাষ্ট্র?

ফয়জুল করীম বলেন, ভারত বন্ধু হিসেবে নয়, নিজেদের স্বার্থসিদ্ধি করতে এসে স্বাধীনতার পরে তার চেয়ে বেশি অস্ত্র নিয়ে গেছে। ভারত যদি বন্ধু হয় তবে, মানুষের বুকে কেন বন্ধুক চালিয়ে মানুষ হত্যা করে। কয়দিন আগেও তারা বিজিবি সদস্যকে হত্যা করেছে। তারা ফারাক্কায় বাঁধ দেয় কেন? আমাদের দেশকে মরুভূমি করে কেন? প্রয়োজনে পানি না দিয়ে অপ্রয়োজনে পানি দিয়ে ডুবিয়ে দেয় কেন? তিনি আরও বলেন, আমরা সবদিক দিয়ে স্বাধীনতা চাই। ভোট, বক্তৃতা, চাকুরির স্বাধীনতা চাই। মানবাধিকার চাই। 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status