বাংলারজমিন
‘ভোট দিতে এসে শুনি আমার ভোট দেয়া হয়ে গেছে’
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
২২ মে ২০২৪, বুধবার‘ভোট দিতে এসে শুনি আমার ভোট হয়ে গেছে। আমি তো ভোট দেই নাই। কে দিলো?’ কথাগুলো বলছিলেন পান্না বেগম নামে এক ভোটার। তিনি বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ২১নং নৌহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। তখন তার ভোট দেয়া হয়ে গেছে বলে জানান পোলিং এজেন্ট। তার অভিযোগ আড়াই কিলোমিটার দূর থেকে এসে আমার ভোট আমি দিতে পারলাম না। এটা কি ঠিক হলো। আমার নামের সঙ্গে আরেকজনের নাম মিলতে পারে তাই বলে কি বাবার নামও মিলবে। এটা সম্পূর্ণ অন্যায়। ইচ্ছা করে করা হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের কাছে থাকা ভোটার তালিকায় ৩৮ নম্বরে পান্না আক্তারের নাম রয়েছে। তবে একজনের ভোট আরেকজন কেন দিলো এমন প্রশ্নে এজেন্টদের দাবি নামের ভুলে এমনটা হয়েছে। বিষয়টি জানতে চাইলে প্রিজাইডিং অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘এমনটি হওয়ার সুযোগ নেই। যদি কিছু ঘটে থাকে, তাহলে ব্যবস্থা নেয়া হবে।’