ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

বিক্ষোভ দমন করতে প্রতিবাদী কর্মীদের চাকরি থেকে ছেঁটে ফেললো এয়ার ইন্ডিয়া

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৪ অপরাহ্ন

mzamin

যারা নোটিশ ছাড়াই অসুস্থ হয়ে গণছুটিতে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলো টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ওই কর্মীদের ইমেল মারফৎ জানিয়ে দেয়া হয়েছে গণহারে ছুটি নিয়ে তারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। এভাবে বিনা নোটিশে ছুটি নেয়াটা কোম্পানির নিয়মের বিরুদ্ধে। তাই একসঙ্গে বহু সিনিয়র কেবিন ক্রুকে বরখাস্ত করলো দেশের বৃহত্তম বিমান সংস্থা।

কোম্পানি জানিয়েছে, এই গণছুটির জেরে মঙ্গলবার রাত থেকে ১০০ টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা প্রায় ১৫,০০০ যাত্রীকে প্রভাবিত করেছে। কর্মী সংকটের কারণে বৃহস্পতিবারের জন্য নির্ধারিত অন্তত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

একটি সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে, যে ৩০ জন ক্রু সদস্য বুধবার রাতে বরখাস্তের নোটিশ পেয়েছেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতিতে জানিয়েছে, কেবিন ক্রুদের মঙ্গলবার একটি ফ্লাইটের জন্য ডিউটি দেয়া হয়েছিল। কিন্তু অনেকেই শেষ মুহুর্তে শিডিউলিং টিমকে জানিয়েছিলেন যে তারা অসুস্থ ছিলেন। প্রায় একই সময়ে, অন্যান্য কেবিন ক্রু সদস্যরাও একইভাবে অসুস্থ হয়ে পড়েন। স্পষ্টভাবে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তারা কাজ থেকে বিরতি নেন। যার ফলস্বরূপ বড় সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছিল, পুরো সময়সূচি ব্যাহত হয়, আমাদের সম্মানিত যাত্রীদের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হয়।

বিজ্ঞাপন
''আসলে টাটাদের হাতে যাওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়ায় চরম অব্যবস্থা চলছে। যার প্রতিবাদে মঙ্গলবার থেকে কার্যত অঘোষিত ধর্মঘটে এয়ার ইন্ডিয়ার সিনিয়র কেবিন ক্রুরা।

বুধবার ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু একেবারে শেষ মুহূর্তে জানান, তারা অসুস্থ হয়ে পড়েছেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় তাদের মোবাইল ফোনও। চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। ভারতের  বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকও বিমান সংস্থার কাছে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন চেয়েছে। তারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে বলেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status