ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

সরজমিন

সিলেটে প্রার্থীদেরও প্রশ্ন ভোটার কোথায়?

ওয়েছ খছরু, সিলেট থেকে
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

ভোটার নিয়ে খোদ প্রশ্ন তুললেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গৌছ খান।  বেলা এগারোটার দিকে তিনি যখন বিশ্বনাথ সরকারি কলেজ কেন্দ্র থেকে বের হচ্ছিলেন; তখন তাকে প্রশ্ন করা হয়েছিল- ‘ভোটার কই’। জবাব দিতে গিয়ে তিনিও  ক্ষোভ জানালেন। নিজেও বললেন; ‘এত ভোটার গেল কই’। ভোটার না থাকলে নির্বাচন করার যৌক্তিকতা কী? প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘ভোটাররা তো জোর করেই প্রার্থী করেছে। এখন তারা নেই।’ গৌছ খান বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ছিলেন। দলীয় নিষেধ অমান্য করে প্রার্থী হওয়ায় তিনি দল থেকে বহিষ্কার হয়েছেন। তবে ভোটের দিন এসে তিনি হতাশা ব্যক্ত করলেন। চেয়ারম্যান প্রার্থী শমসাদুর রহমান রাহীনের সঙ্গে দেখা হয় ওই কেন্দ্রে। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা।

বিজ্ঞাপন
কেন্দ্রে কেন্দ্রে গিয়ে হতাশা ব্যক্ত করেন। বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ ভালো। কোনো শঙ্কাও নেই। এরপরও  কেন্দ্রে ভোটার আসতে চায় না। আমরা অনেকটা জোর করে, বাড়ি বাড়ি গাড়ি পাঠিয়ে কেন্দ্রে ভোটার আনার চেষ্টা করছি। জানালেন; ‘দেখি শেষপর্যন্ত কী হয়।’ ভোটার কেন্দ্রে না আসার কারণ কী, প্রশ্নের জবাবে রাহীন জানান- ‘একে তো বৈশাখ মাস। পুরুষরা বিকালে আসতে পারেন। ভোট নিয়ে মানুষের আস্থা কমে যাওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’ বেলা সাড়ে ১১টায়  কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম জানালেন, তার কেন্দ্রে ভোট ১৭শ’র উপরে। কিন্তু তিন ঘণ্টায় মাত্র ১৩৯টি ভোট কাস্ট হয়েছে। যুক্তরাজ্য বিএনপি নেতা মো. সেবুল মিয়া হয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাচনে প্রার্থী। এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে; দিনভর আলোচনা ছিল তাকে ঘিরে। বিশ্বনাথ জামেয়া মাদানিয়া ভোটকেন্দ্র পরিদর্শন করে এসে জানালেন; ‘ভোটের প্রতি মানুষের আস্থা কমার কারণে ভোটারবিহীন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। বাড়ি বাড়ি গাড়ি পাঠিয়েও ভোটার আসতে চাচ্ছেন না।’ বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামে বাড়ি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর। রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তার সেন্টার। দুপুর ১২টায় ওই কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে; বাইরে কিছু জটলা থাকলেও ভেতর একেবারেই ফাঁকা। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ২ হাজার ৯শ’ ৩৩ ভেটের মধ্যে কাস্ট হয়েছে ২৩২টি। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানালেন, বিকালের দিকে কেন্দ্রে ভোটার আসতে পারেন। তবে কেন্দ্রে ভোটের পরিবেশ ভালো রয়েছে বলে জানান তিনি। এ কেন্দ্রের পাশেই বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ওখানে কেন্দ্রের ভেতরে কিছু ভোটার দেখা গেছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জুবায়ের হোসেন মজুমদার জানিয়েছেন, ৩ হাজার ৭ ভোটের মধ্যে দুপুর পর্যন্ত কাস্ট হয়েছে ৩৪০টি।  দেশে থাকায় এবারের উপজেলা নির্বাচন প্রত্যক্ষ করছিলেন যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদ। তিনি মানবজমিনকে জানিয়েছেন,  ভোটের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমছে। এজন্য দায়ী আমরাই। যদি ভোটে সকল দলের অংশগ্রহণ থাকতো তাহলে সবাই অংশ নিতো। একপেশে ভোটের প্রতি কারও কোনো আগ্রহ নেই। এদিকে, সকালের দিকে সিলেটের ভোটকেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালাবাজার উচ্চ বিদ্যালয়, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে; সকাল ১০টা পর্যন্ত অনেক কেন্দ্রে ২ শতাংশ ভোটই কাস্ট হয়নি। কোনো কোনো কেন্দ্রে ভোটার যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রমুখী হয়েছেন ভোটাররা- এমনটি জানিয়েছেন ওইসব কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তারা। বিশ্বনাথ উপজেলার জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৭৮টি, যা মোট ভোটারের মাত্র ২ দশমিক ৯ শতাংশ। প্রিসাইডিং অফিসার ডা. মো. গোলাম মর্তুজা খান জানান, কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ৬২৪ জন। নারী ভোটার ১২৯৮ ও পুরুষ ভোটার ১৩২৬ জন। কেন্দ্রটিতে প্রত্যেক প্রার্থীর এজেন্ট রয়েছেন। 

চা-বাগান কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত: জালভোটের অভিযোগে সিলেটের চা-বাগানের ভেতরে দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বেলা একটা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। কেন্দ্রটি সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগ তুলে ভোট দেয়া থেকে বিরত থাকেন চা-বাগানের ভোটাররা। পরে প্রিসাডাইডিং অফিসার ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত এ ব্যাপারে কোনো বক্তব্য না করলেও উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার জানিয়েছেন, কিছু সমস্যা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কেন্দ্রে রয়েছেন। চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সুজাত আলী রফিক ওই কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তুলেছেন।
 

পাঠকের মতামত

উন্নত দেশে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আগ্রহ কম। বাংলাদেশ তো অনেক বেশী উন্নত হয়েছে তাই এখানে ৫ ভাগ মাত্র ভোটার আসে। বেশী উন্নয়নের প্রভাব

Bhut
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:১১ অপরাহ্ন

ভোট দেওয়ার পদ্ধতি পাল্টাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে এক প্যাকেট বিরিয়ানি হাদিয়া দিয়ে ভোটার কে খুব তোষামোদ করে বাড়িতেই ভোট সংগ্রহ করলে আশা করা যায় ভোটের পরিমাণ বেড়ে যাবে!!!!!

সুহাইল
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৬ অপরাহ্ন

দেশ প্রেমিক ভোটারগন বিএনপি ও বিরোধী দলের আহবানে ভোট বর্জন করে বাড়িতে ঘুমিয়েছে।এইটুকু বুঝার ক্ষমতা কি নাই??

MU
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৪ পূর্বাহ্ন

ভোটের পারসেন্টেসের ব্যাপারে নির্বাচন কমিশনারগণ সাংবাদিক ও জনগণকে সব সময় মিথ্যা তথ্য দিয়ে থাকেন। আসল সত্য কথা হলো বিরোধী দলের ভোট বর্জনের আহবানে সাড়া দিয়ে জনগণ ভোট দিতে কেন্দ্রে আসেন না।

Shahid Uddin
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

জয় বাংলা।

মোঃ আজিজুল হক
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

Digital BD. Voters digital.

parvez
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:১৫ পূর্বাহ্ন

আগামীতে আর সবদলের অংশগ্রহণেও ভোটার উপস্থিতি থাকবে না । বাংলাদেশের ভোটের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতে করতে এখন এটা চুড়ান্ত পর্যায়ে এসে গেছে ।

Titu Meer
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status