ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

একদিনেই ডলারের দাম বাড়লো সাত টাকা

অর্থনৈতিক রিপোর্টার
৯ মে ২০২৪, বৃহস্পতিবার

ডলারের দাম এক লাফে ৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিশিয়াল রেট একদিনে ১১৭ টাকায় উন্নীত করা হয়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। 

এতে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে বুধবার থেকে ডলারের রেট ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রলিং পেগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

গত বছরের সেপ্টেম্বর থেকে বুধবার পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা, যা ছিল এসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) ও বাফেদা নির্ধারিত।
এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়ানোর প্রেক্ষিতে ব্যবসায়ীরা বলছেন, আমদানিনির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, পণ্যের দাম বাড়বে। আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর। 

ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম নির্দিষ্ট একটি সীমার মধ্যে ওঠানামা করে। নতুন পদ্ধতিতে অর্থনীতির বিভিন্ন দিক বিবেচনা করে ডলারের দাম একটা সীমার মধ্যে বাড়বে বা কমবে।

বিজ্ঞাপন
ফলে ডলারের দাম একবারে খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না। বাংলাদেশ ব্যাংক উচ্চসীমা ও নিম্নসীমা নির্ধারণ না করে মধ্যবর্তী সীমা নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলোকে ডলারের লেনদেনের ক্ষেত্রে এই দরের আশেপাশে থাকতে বলেছে।
চলতি বছরের ২২শে জানুয়ারি ক্রলিং পেগ পদ্ধতি চালুর কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কীভাবে এই পদ্ধতি চালু হবে, তা নিয়ে আইএমএফের শরণাপন্ন হয় বাংলাদেশ ব্যাংক। গত মার্চের মধ্যে এই পদ্ধতি চালু করার কথা বললেও মে মাসের দ্বিতীয় সপ্তাহে এসে এ-সংক্রান্ত ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক। আইএমএফের একটি দল এখন বাংলাদেশ সফর করছে।

বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈদেশিক মুদ্রার বিনিময় হার নমনীয় করার পরামর্শ দিয়ে আসছিল। আইএমএফের চাওয়া, বাংলাদেশ ব্যাংক যেন বিনিময় হার বাজারভিত্তিক করার পথে এগোয়। একসময় কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করে দিলেও সামপ্রতিক মাসগুলোতে ব্যাংকভিত্তিক দুটো সংগঠন ডলারের দাম ঠিক করে আসছিল। সর্বশেষ তারা ডলারের আনুষ্ঠানিক দর ১১০ টাকায় নির্ধারণ করেছিল। 

হঠাৎ বাজারে অস্থিরতা: ব্যাংকে ডলারের দাম বাড়ার খবরে মানি এক্সচেঞ্জ থেকে ‘উধাও’ ডলার। মানি এক্সচেঞ্জের বিক্রেতারা বলছেন, বিকালে ব্যাংকে ডলারের দাম ৭ টাকা বাড়ার খবর জানাজানির পর থেকে বাজারে ডলার পাওয়া যাচ্ছে না। তবে বুধবার বিকাল পর্যন্ত ১১৮ থেকে ১১৯ টাকা দরে ডলার বিক্রি হয়ে আসছিল। 

সরজমিন বুধবার রাতে বসুন্ধরা শপিং মলের তালুকদার মানি এক্সচেঞ্জ ও মিঞা মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পাওয়া যায়নি। ক্রেতাদের কাছ থেকে ডলার পাওয়া না যাওয়ায় বিক্রি করতে পারছেন না বলে দাবি করেন এক্সচেঞ্জাররা। মিঞা মানি এক্সচেঞ্জের ইমরান বলেন, আমাদের কাছে যা ডলার ছিল সব বিক্রি করে দিয়েছি। এখন একটাও নেই। আগামীকাল দুপুরে পাওয়া যাবে। 

দামের কথা জানতে চাইলে ইমরান বলেন, শুনলাম ব্যাংকে ৭ টাকা দাম বাড়িয়েছে। এক্ষেত্রে আমাদের এখানে এত বাড়বে না, ১২১-১২২ টাকার মতো হতে পারে। বাকিটা পরে বোঝা যাবে। নাম প্রকাশ না করার শর্তে আদমজী কোর্টের মানি এক্সচেঞ্জের এক ব্যবসায়ী মুঠোফোনে বলেন, বাজারে অনেকের কাছেই ডলার নেই। ব্যাংকে দাম বাড়ার কারণে কারও কাছে থাকলেও তা বিক্রি করছেন না। দামও কেউ দিচ্ছে না। দুপুরে ১১৮ টাকা করে আমরা বিক্রি করেছিলাম। কালকে (আজ) ১২টার পর থেকে ডলার পাওয়া যাবে। তখন নতুন দামও বলা যাবে।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status