ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

মালেয়শিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সহায়তায় কাজ করবে জাতিসংঘ

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(১ সপ্তাহ আগে) ৬ মে ২০২৪, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন

mzamin

মালয়েশিয়ায় চাকরিতে প্রতারণার শিকার হয়ে মাসের পর মাস দুর্ভোগে রয়েছে হাজারো বাংলাদেশি। তাদের এই দুর্দশার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম।

তারা জানিয়েছে, মালয়েশিয়াতে আটকে পড়াদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। এসব সহায়তার মধ্যে রয়েছে, ন্যায়বিচার ও মৌলিক সেবায় প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি পরিস্থিতির অধিকার-ভিত্তিক ও টেকসই সমাধান খুঁজে বের করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টা যা সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা।

বিবৃতিতে বলা হয়, তিনটি সংস্থাই মালয়েশিয়ার বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা, আন্তর্জাতিক মান ও ভালো অনুশীলন গ্রহণ এবং একটি স্বচ্ছ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া বিকাশের জন্য গঠনমূলক নীতিকে সমর্থন করে দেশটির সরকারকে সহায়তা করতে প্রস্তুত।

এতে আরও বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এখন সবচেয়ে বেশি। ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে দেশে আসার পরে কর্মীদের চাকরি না দেয়ার রিপোর্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

দেশটিতে বাংলাদেশিদের মানবেতর জীবনযাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়, নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী এজেন্টদের বিরুদ্ধে শ্রমিকদের পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র আটকে রাখার অভিযোগ রয়েছে। এমনকি শ্রমিকদের প্রায়ই জনাকীর্ণ হোস্টেল, অ্যাপার্টমেন্ট, এমনকি গুদামঘরে রাখার অভিযোগও রয়েছে। এছাড়া তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশ রেখে কম খাবার দেওয়া, বাহিরে কারো সঙ্গে তাদের যোগাযোগ সীমিত করা এবং ন্যূনতম চিকিৎসা প্রদানের বিষয়গুলোও প্রতিবেদনে ওঠে এসেছে।

গত এপ্রিলে শ্রম বিষয়ক একদল বিশেষজ্ঞ পাঠিয়ে বাংলাদেশি শ্রমিকদের অস্তিত্বহীন কাজের কারণে শোষণের শিকার হওয়া থেকে রক্ষার প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরা সে সময় বলেছিলেন, প্রতারণার শিকার হওয়ার আগেই চাকরির প্রতিশ্রুতি পাওয়ার পর বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার খবরে তারা হতাশ।

গত অক্টোবরে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধীন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার প্রতি মালয়েশিয়ার বিপর্যয়কর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

১০

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status