ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ইরানের সঙ্গে বাণিজ্যের জন্য ভারতের ৩টি কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০০ অপরাহ্ন

mzamin

ইরানের সামরিক বাহিনীর পক্ষে অবৈধ বাণিজ্য এবং মানবহীন এরিয়াল ভেহিকেল বা ইউএভি স্থানান্তরের জন্য ভারতের তিনটি সহ এক ডজনেরও বেশি সংস্থা, ব্যক্তি এবং জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রেজারি বলেছে যে এই সংস্থাগুলি, ব্যক্তি এবং জাহাজগুলি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ইরানের মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) গোপনীয়ভাবে বিক্রয়ের সুবিধার্থে এবং অর্থায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। যদিও সাহারা থান্ডারকে এই প্রচেষ্টার সমর্থনে ইরানের বাণিজ্যিক কার্যক্রমের তদারকিকারী প্রধান ফ্রন্ট কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাহারা থান্ডারকে সমর্থন করার জন্য ভারতভিত্তিক তিনটি কোম্পানিকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হল জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট (ওপিসি) প্রাইভেট লিমিটেড। 

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে- 'ইরানের সামরিক সত্তা সাহারা থান্ডার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিকস (MODAFL) এর পক্ষে একাধিক এখতিয়ারে ইরানি পণ্য বিক্রি এবং চালানের সাথে জড়িত একটি বিশাল শিপিং নেটওয়ার্কের উপর নির্ভর করে। যার মধ্যে রয়েছে গণপ্রজাতন্ত্রী চীন (পিআরসি), রাশিয়া  এবং ভেনেজুয়েলা। সাহারা থান্ডার ভারত ভিত্তিক জেন শিপিং এবং পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে কুক দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ CHEM (IMO 9240914) এর সাথে  চার্টার চুক্তিতে প্রবেশ করেছে, যা UAE-ভিত্তিক নিরাপদ সমুদ্র জাহাজ ব্যবস্থাপনা FZE দ্বারা পরিচালিত হয়।

সাহারা থান্ডার ২০২২ সাল থেকে পণ্যের একাধিক চালান পরিচালনার জন্য CHEM ব্যবহার করেছে। ইরান-ভিত্তিক আরসাং সেফ ট্রেডিং কোং. সাহারা থান্ডার-সম্পর্কিত শিপমেন্টের সমর্থনে জাহাজ পরিচালনার পরিষেবা প্রদান করেছে। ট্রেজারি বিভাগ অনুসারে, ইরান ভিত্তিক এশিয়া মেরিন ক্রাউন এজেন্সি বন্দর আব্বাসে এজেন্ট হিসাবে কাজ করেছে, ইরান বেশ কয়েকটি সাহারা থান্ডার চালানকে সমর্থন করেছে। বলা হয়েছে, ভারত ভিত্তিক সি আর্ট শিপ ম্যানেজমেন্ট (OPC) প্রাইভেট লিমিটেড এবং UAE ভিত্তিক কোম্পানি ট্রান্স গাল্ফ এজেন্সি এলএলসি সাহারা থান্ডারের সমর্থনে জাহাজ পরিচালনা পরিষেবা প্রদানের জন্য একসাথে কাজ করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং ইরান ভিত্তিক কোরাল ট্রেডিং EST. ইরানি পণ্য ক্রয় করেছে।

বিজ্ঞাপন
ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি অফ টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্রায়ান ই নেলসন বলেছেন -'ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, ইসরায়েলের উপর নজিরবিহীন আক্রমণ এবং সন্ত্রাসবাদী প্রক্সিদের কাছে ইউএভি এবং অন্যান্য বিপজ্জনক সামরিক হার্ডওয়্যারের বিস্তারকে সমর্থন দিয়ে অঞ্চল ও বিশ্বকে অস্থিতিশীল করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটিশ এবং কানাডিয়ান অংশীদারদের সাথে কাজ করে ইরানের অস্থিতিশীল কার্যকলাপে অর্থায়ন করার বিরুদ্ধে লড়াই  অব্যাহত রাখবে।'

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status