ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

শেখ জামালে খেলতে জিম্বাবুয়ের সিরিজের শুরুতে থাকবেন না সাকিব

স্পোর্টস রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৪, বুধবারmzamin

৩রা মে থেকে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরইমধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি প্রস্তুতি ক্যাম্পের জন্য। ২৬ থেকে ২৮শে এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে চলবে এই ক্যাম্প। যেখানে নেই দেশের অন্যতম সেরা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম। এমনকি জানা গেছে, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে নাও খেলতে পারেন। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন গেল মাসে। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। তাকে নিয়ে গুঞ্জন কবে ফিরবেন দেশে! এরইমধ্যে জানা গেল এই মাসের শেষ দিকে তিনি বাংলাদেশে আসবেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ না খেলে তিনি খেলবেন সুপার লীগে তার দল শেখ জামাল ধানমণ্ডির হয়ে। সুপার লীগে অংশ নেয়ার কারণে বাংলাদেশের এই অলরাউন্ডার খেলবেন না জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘উনার সঙ্গে (সাকিব) যোগাযোগ করা হয়েছে। আউটকাম হচ্ছে এই মাসের শেষ নাগাদ তিনি (সাকিব) বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে সম্ভাবনা আছে তিনি ডিপিএলে ১-২টা ম্যাচ খেলার সুযোগ থাকবে। এরপর জাতীয় দলের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে তো কিছু ক্রিকেটীয় ব্যাপার আছে, টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে যেন তিনি সুযোগ চান।’  তবে প্রশ্ন হচ্ছে জাতীয় দলের সঙ্গে না থেকে ঢাকা লীগে কেন খেলবেন সাকিব। সামনেই বিশ্বকাপ, তার আগে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ। মূলত তার মতো একজন ক্রিকেটার দলের সঙ্গে থাকলে বিশ্বকাপের আগেই গড়ে উঠতে পারে একটি দারুণ দলীয় আবহ। কিন্তু সাকিব অবশ্য তার ক্লাব শেখ জামালেই খেলতে বেশি আগ্রহী। তবে এই তারকা ক্রিকেটারকে জিম্বাবুয়ের সিরিজের শুরু থেকে না পেলেও খুব বেশি প্রভাব পড়বে না বলে মনে করেন প্রধান নির্বাচক। এ নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘দেখুন যেকোনো একজন ক্রিকেটারকে একটা প্রক্রিয়ার মধ্যদিয়ে তো আসতে হবে। তার সফরজনিত ক্লান্তি থাকবে। এই গরমের সঙ্গে এডজাস্টমেন্টের ব্যাপার থাকবে। তাকে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই ম্যাচে ফিরতে হবে। সে জিনিসগুলা আমরা লক্ষ্য রাখবো। টিম বন্ডিংয়ের বিষয়টা সে জানে। আশা করি এখানে সমস্যা হবে না। পাঁচটা ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচ আছে। অনেকগুলো ম্যাচ আছে একসঙ্গে থাকবে তারা লম্বা সময়।’ 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status