ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

এফএ কাপ জিতলেও টেন হাগকে চলে যেতে হবে: শিয়েরার

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, বুধবার

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে ঘিরে সমর্থকদের যে আশা ছিল এখন পর্যন্ত তার খুব বেশি পূরণ হয়নি। যদিও ইংলিশ প্রিমিয়ার লীগে খাবি খেলেও এফএ কাপের ফাইনালে উঠেছে দলটি। তবে ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের জয়ের পক্ষে বাজি ধরার লোক কমই আছে। তবে এই মুহূর্তে এর চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ওল্ড ট্রাফোর্ডে টেন হাগের ভবিষ্যৎ। ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার অ্যালান শিয়ারার তো মনে করেন, সিটিকে হারিয়ে ইউনাইটেড এফএ কাপ জিতলেও চাকরি থাকবে না টেন হাগের। এমনকি শিয়েরার মতে ডাচ্‌ কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছে ইউনাইটেডের মালিকপক্ষ। এফএ কাপের সেমিফাইনালে চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটির বিপক্ষের ৩ গোলের লিড নিলেও পরে সেটা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জেতে তারা। এখন ফাইনাল জিতলেও টেন হাগের চাকরি টিকবে না বলে মনে করেন শিয়েরার। ‘রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের (কোচ) ভবিষ্যৎ এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে।

বিজ্ঞাপন
আমার বিশ্বাস, ওরা এফএ কাপ জিতলেও তাকে চলে যেতে হবে। আমার মনে হয় না এফএ কাপ জয় তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে কোনো ভূমিকা রাখবে। তখন হয়তো ব্যাপারটাকে দুঃখজনক মনে হবে, তবে আমি করি, এফএ কাপ জেতাটা যথেষ্ট হবে না।’ ইউনাইটেডের খেলার ধরন ও খেলোয়াড়দের শরীরিভাষা, মৌসুম জুড়ে পারফরম্যান্স দেখেই এমনটা মনে হয়েছে শিয়ারারের। তিনি বলেন, ‘খেলোয়াড়দের দেখুন, ওদের আচরণ খেয়াল করুন, লীগে ওরা কেমন করছে, সেটি দেখুন। আমার তো মনে হয়, সে এরই মধ্যে চাকরি হারিয়ে ফেলেছে।’ এরপর একপর্যায়ে ওই পডকাস্টের সঞ্চালক লিনেকার মনে করিয়ে দেন, ইউনাইটেড ২০১৬ সালে এফএ কাপ জয়ের পর কোচ লুইস ফন গালকে বরখাস্ত করে। সে বছর ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড। লিনেকারের দেয়া সূত্র ধরে সেই  শিয়ারার বলেন, ‘সেই ম্যাচের পর লিফটেই খবরটা পেয়েছিলেন ফন গাল। কাজটা ঠিক কি বেঠিক ছিল, সেই প্রশ্ন করতেই পারেন। আমি ওদের খেলোয়াড়দের আচরণ খেয়াল করেছি। তাদের সামর্থ্যও তো জানা, আর এসব দেখেই আমার মনে হচ্ছে, এরই মধ্যে সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।’
কেন এমন হবে তার ব্যাখ্যায় নিউক্যাসল ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার বলেন, ‘আপনারা তো জানেনই প্রক্রিয়াটা কেমন নতুন মালিক, নতুন ফুটবল পরিচালক, নতুন স্ট্র্যাটেজি পরিচালক, নতুন এটা, নতুন সেটা, নতুন আরও কতো কী! এটাই কী বলে দিচ্ছে না, নতুন কোচও আসছে।’
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status